#কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিঠে ‘অশ্লীল’ শব্দ লেখা ছবি বিতর্কের নৈতিক দায় নিয়ে ইস্তফাপত্র শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা সচিবকে পাঠিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী৷ নয়া বিধি মোতাবেক রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠাতে হলে উচ্চশিক্ষা সচিব মারফত পাঠাতে হয়, সেই বিধি মেনেই উচ্চশিক্ষা সচিবকে আচার্যের কাছে যাওয়া ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন বলে খবর৷ যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে ফোন ধরেননি উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী৷ বৃহস্পতিবার বসন্তোৎসবের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন বিকৃত করে পিঠে লিখেছিল পড়ুয়ারা৷ সেই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়৷
শেষ পর্যন্ত রবীন্দ্রভারতীতে ‘অশ্লীল’ দোল নিয়ে শেষপর্যন্ত থানায় অভিযোগ দায়ের করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযুক্তরা চন্দননগরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ছবিগুলির সত্যতা যাচাই নিয়ে সংশয় থাকলেও শেষপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয় ছবিগুলি সত্য৷ ভুয়ো বা ফটোশপ করে তৈরি করা নয় ৷
ছবিতে দেখা গিয়েছে, মেয়েদের পাশাপাশি কয়েকজন ছেলের বুকেও অশ্লীল শব্দ লেখা ছিল। বৃহস্পতিবার বিটি রোড ক্যাম্পাসে প্রচুর বহিরাগতরা এসেছিলেন বসন্ত উৎসবে যোগ দিতে। তবে সিসিটিভি দেখে শনাক্তকরণের কাজ করার চেষ্টা হবে বলে জানান হয়। তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের। গত বছর বসন্ত উৎসবকে কেন্দ্র করে মত্ত অবস্থায় কয়েকজন পড়ুয়াকে পাওয়া যায়। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছিল। তার জেরে এবার একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বিশেষত এ বছরই প্রথম পাস দেওয়ার ব্যবস্থা চালু করা হয় ৷
SOMRAJ BANDOPADHYAY