হোম /খবর /কলকাতা /
অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলল সেনা, কী ভাবে হবে সভা, জল্পনা তুঙ্গে

Abhishek Banerjee: অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলল সেনা, কী ভাবে হবে সভা, জল্পনা তুঙ্গে

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: শহিদ মিনারের দু’টি ঢোকার পথ। একটি মাতঙ্গিনী মূর্তির পাশ দিয়ে। অপরটি কবাডি ক্লাবের পাশ দিয়।

  • Share this:

কলকাতা: অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুললো সেনা। ২৯ তারিখের শহিদ মিনারে অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুললো সেনা । ডিএ অবস্থানকারীরা যেহেতু অবস্থান করছেন। তাই তৃণমূলের সভা কী ভাবে হবে? কী পরিকল্পনা? এই নিয়ে প্রশ্ন তুলেছে সেনা। আপাতত তৃণমূলের পক্ষ থেকে সেনার সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

শহিদ মিনারের দু’টি ঢোকার পথ। একটি মাতঙ্গিনী মূর্তির পাশ দিয়ে। অপরটি কবাডি ক্লাবের পাশ দিয়। তৃণমূলের সভা মঞ্চ হওয়ার কথা রয়েছে কবাডি ক্লাব সংলগ্ন মেয়ো রোডের দিকে। কিন্তু সেই স্থান নিয়েই সমস্যা তৈরি হয়েছে৷ তৃণমূল সূত্রে এও খবর মিলেছে, যদি সভার অনুমতি না পাওয়া যায়, তা হলে আদালতের দ্বারস্থ হতে পারেন তাঁরা৷

আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস

আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!

শহিদ মিনারের এই চত্ত্বর রয়েছে সেনার অধীনে৷ সেই কারণে এখানে সভা করতে গেলে সেনার তরফ থেকে অনুমতি থাকা প্রয়োজন৷ সেই বিষয়ে সেনাকে আবেদন করা হলে সেনার তরফে সভার বিস্তারিত পরিকল্পনা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে৷ স্বাভাবিক ভাবে এ কথা বলা চলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে৷

আবীর ঘোষাল

Published by:Uddalak B
First published:

Tags: Abhishek Banerjee