#কলকাতা: আজই কি কাটবে জট? নবান্নে বৈঠকে যাবেন আন্দোলনকারীরা ? মুখ্যমন্ত্রীর বার্তায় সাড়া দেবেন পড়ুয়ারা? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজ জেনারেল বডির বৈঠকের পরই। সেখানেই মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে সিদ্ধান্ত নেবেন এনআরএসের আন্দোলনকারীরা। বৈঠকে উপস্থিত থাকবেন অন্য মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও। জানা গিয়েছে, এনআরএসে যেতে পারেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারেন শান্তনু।
সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এনআরএস হাসপাতাল। জখম জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। প্রতিবাদে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। গত চার দিন ধরে স্তব্ধ রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার নবান্নে যান ৪ সিনিয়র চিকিৎসক। বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আলোচনার জন্য আন্দোলনকারীদের নবান্নে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, শনিবার জট কাটার সম্ভাবনা রয়েছে ৷ অচলাবস্থা কাটাতে বিকেল ৫টায় নবান্নে বৈঠক হতে পারে ৷ তবে সবটাই নির্ভর করছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর। কর্মবিরতি তুলতে তাঁদের ছ'দফা শর্ত রয়েছে। দাবি, আগে মুখ্যমন্ত্রীকে এনআরএসে আসতে হবে। প্রত্যাহার করতে হবে এসএসকেএমে করা মন্তব্য।