#কলকাতা: রাজ্য জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ-বিক্ষোভের ছবিটা বদলাল না সোমবারেও। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে আন্দোলন অবরোধ। বীরভূমের মুরারইয়ে ফের অবরোধ শুরু হয়। মুরারই-চাতরা রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। রাস্তায় আগুন লাগিয়ে অবরোধ শুরু হয়। আন্দোলনের জেরে রাস্তায় আটকে রয়েছে বাস লরি। কাজে বেরিয়েও আটকে পড়েন বহু মানুষ। নলহাটি-মুরারই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
প্রতিবাদ চলছে উত্তর দিনাজপুরের চোপড়াও। রাস্তা অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের। অন্যদিকে বীরভূমে দুবরাজপুরে রাস্তা অবরোধ।
রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ চলছে পাঁশকুড়ায় রাজ্য সড়ক। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে অবরোধ। প্রতিবাদে চিনার পার্কে অবরোধ। অবরোধে সাময়িক যানজট-ভোগান্তি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে নদিয়ার শিমুরালিতে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের বিক্ষোভ পৌঁছল পূর্ব মেদিনীপুরেও। সোমবার সকালে জেলার বিভিন্ন জায়গার সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। নন্দকুমার কাপাসেড়িয়া, সুতাহাটা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের জেরে বন্ধ রাস্তা হয়ে যায়। ফলে সপ্তাহের প্রথম দিনে স্কুল কলেজ ও অফিসে বেড়িয়ে আটকে পড়েন যাত্রীরা। গুরুত্বপূর্ণ হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অচল। আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় কাপাসেড়িয়া মোড়ে।
অবরোধের জেরে শিল্প শহরে যেতে পারেননি বহু শ্রমিক কর্মচারীরা। চরম নাকাল হতে হয় তাঁদের। ৪১ নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে হলদিয়াগামী মালবাহী প্রচুর ট্রাক ও ডাম্পার। পাশাপাশি, হলদিয়া পাঁশকুড়া রেললাইনের সুতাহাটার বাসুলিয়া স্টেশনের কাছে রেললাইনে অবরোধ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।