• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • শিল্পীদের সঠিক সময়ে পারিশ্রমিক দিতে হবে, দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

শিল্পীদের সঠিক সময়ে পারিশ্রমিক দিতে হবে, দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

 • Share this:

  #কলকাতা: একের পর এক বৈঠক ৷ আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে নানা আলোচনা ৷ তবুও মিলল না রফা সূত্র ৷ মেগা সিরিয়াল পড়ল মেগা সমস্যার মুখে ৷ দাবিতে অনড় থাকল আর্টিস্ট ফোরাম ৷ বন্ধ হল সমস্ত বাংলা সিরিয়ালের শুটিং ৷

  গত ৪ দিন ধরেই টলিপাড়া থমথমে ৷ শুটিং ফ্লোরে অন্ধকার ৷ দেখা নেই কলাকুশলীদের ৷ বহুদিনের দাবি-দাওয়া নিয়ে ক্ষোভ জমেছে কলাকুশলীদের মধ্যে ৷ প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ, কলাকুশলীদের দাবি তাঁরা শুনেও শুনছেন না ৷ কাজের সময় বাড়ছে কিন্তু ওভার টাইম নেই, বকেয়া টাকাও পাচ্ছেন না আর্টিস্টরা ৷ রাত বেড়ে যাচ্ছে, অথচ নেই গাড়ির ব্যবস্থা ।

  মঙ্গলবার সকালবেলা নজরুল মঞ্চে আর্টিস্ট ফোরামের মিটিং হয় ৷ সেই মিটিং-এর পরই সাংবাদিকদের মুখোমুখি হন আর্টিটস ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তিনি জানান, ''আমরা আমাদের দাবিতে অনড়। কাজ শুরু করতে আবেদন জানিয়েছি। আলোচনার মাধ্যমে সমস্যা মিটতে পারে। শিল্পীদের সঠিক সময়ে পারিশ্রমিক দিতে হবে। কিন্তু চুক্তি মানছেন না প্রযোজকরা। বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রযোজকদের সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠকের আগে কোনও শর্ত রাখা যাবে না।''2

  শিল্পীদের অভিযোগ, প্রযোজকদের জন্যেই সমস্যা ! বিভিন্ন চ্যানেলে চলছে রিপিট টেলিকাস্ট ! রিপিট দেখাতে বাধ্য তাঁরা, প্রচার চ্যানেলগুলির।
  First published: