#কলকাতা: বেসরকারি বাসের ভাড়া বাড়ছে? গাইডলাইন মেনে বেসরকারি বাস চলাচল শুরু হলেই বাড়তে পারে বাসের ভাড়া, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এমনই ঈঙ্গিত মিলল। তবে তার জন্য কেন্দ্র-রাজ্যের গাইডলাইন মেনে, যাত্রী পরিবহণ কমিয়ে বাস চালাতে হবে বেসরকারি বাসগুলিকে । ভাড়া ঠিক করবে বাস সংগঠনগুলি, এদিনের বৈঠক শেষে এমনটাই জানান মুখ্যমন্ত্রী ।
অন্যদিকে, বুধবার অর্থাৎ ১৩ মে থেকে রাস্তায় সরকারি বাস চালানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে রাজ্য প্রশাসন ৷ ১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম ৷ তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না এবং যাত্রীদের যথাযথ সুরক্ষা বিধি মানতে হবে ৷ আগামিকাল থেকে চালু হবে অ্যাপ ক্যাবও । সেখানে সর্বাধিক ২ জন যাত্রী সওয়ার হতে পারবেন । তবে আগেই জানানো হয়েছিল, কন্টেইনমেন্ট জোনে চলবে না কোনও বাস-অ্যাপ ক্যাব ৷
বেসরকারি বাস সংগঠনের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছিল, বাসে ২০ জন যাত্রী নিলে তাঁদের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে । এই অবস্থায় বাস চালানো অসম্ভব । দুই তরফের বৈঠকে স্থির হয় এমনতাবস্থায় কিছুটা ভাড়া বাড়ানো যেতে পারে । তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।