#বারুইপুর: বারুইপুর সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর সংশোধনাগারে। মৃতের নাম কাজল দে(৩১)।
বুধবার বিকেলে সংশোধনাগারের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন জেল কতৃপক্ষ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
মৃত্যুর কারণ জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।