#কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মূলত বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্য সফরে আসছেন তিনি৷ এর পাশাপাশি আরও দু' একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি৷
২৩ ডিসেম্বর বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস৷ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতীর তরফে প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময় চেয়ে আবেদন করা হয়েছিল৷ সেই আবেদনে সাড়া মিলেছে৷ এ বছর অবশ্য করোনা অতিমারির জন্য শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন করা হবে না৷
তবে এবারের সফরে তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই৷ শুধুমাত্র সরকারি কয়েকটি অনুষ্ঠানেই যোগ দেবেন তিনি৷