#কলকাতা: শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরে থাকবেন প্রায় ২০ ঘণ্টা। কলকাতা বন্দরের অনুষ্ঠানে যোগ দিতেই এই সফর। তার ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।
শনিবার বিকেল ৩.২০
শনিবার বিকেল ৫.৩০ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে অনুষ্ঠান
শনিবার সন্ধে ৭মিলেনিয়াম পার্কে লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন
শনিবার ৭.৩৫মিলেনিয়াম পার্ক খেকে জলপথে বেলুড় মঠের উদ্দেশে রওনা
শনিবার ৭.৫০বেলুড় মঠে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
বেলুড় মঠ থেকে ফের জলপথে মিলেনিয়াম পাক। সেখান থেকে রাজভবন।
রবিবার সকাল ১১ টানেতাজি ইনডোরে কলকাতা বন্দরের অনুষ্ঠান
শনিবার রাতে রাজভবনে দুজনের বৈঠক হতে পারে। নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। মূলত প্রশাসনিক কারণেই দুজনের বৈঠকের সম্ভাবনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Mamata Banerjee, Narendra Modi, Prime Minister