#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধীতায় যখন প্রতিদিন আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিল্লিতে জনসভায় মমতাকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নাগরিকত্ব আইনের বিরোধীতার পরিপ্রেক্ষিতে মমতাকে মোদির কটাক্ষ, 'দিদি আপনি এত ভয পাচ্ছেন কেন? আপনিই তো সংসদে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য সরব হয়েছিলেন কিছু বছর আগে৷ হঠাত্ পাল্টে গেলেন কেন?'
#WATCH PM: Mamata didi went from Kolkata to UN. Few years back, she was pleading before Parliament that infiltrators coming from Bangladesh should be stopped. Didi what has happened you? Why did you change? Why are you spreading rumours? Elections come & go. Why are you scared? pic.twitter.com/L3H9YeFxvG
— ANI (@ANI) December 22, 2019
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মোদির মন্তব্য, 'আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন দিদি৷ রাজ্যবাসীর উপর ভরাস উঠে গেল? গদি আসে, যায়, ক্ষমতা আসে, যায়, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি কী করছেন, কাদের সমর্থন করছেন, সব দেশ দেখছে৷ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তো আপনিই সংসদে সরব হতেন এক সময়৷ কী হল, হঠাত্ বদলে গেলেন? আপনি তো মুখ্যমন্ত্রী৷ জনগণের নির্বাচিত৷ আপনি কী ভাবে সংসদকে অসম্মান করেন?'
বিরোধীদের একহাত নিয়ে মোদি বলেন, 'এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা৷ ডিটেনশন ক্যাম্পের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷'
মোদি বললেন, 'যাঁরা ভারতের মুসলমান, যাঁরা বংশের পর বংশ ধরে ভারতের মাটিতে বসবাস করছেন, তাঁদের সঙ্গে আনআরসি ও নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই৷ দেশে কোনও ডিটেনশন সেন্টার গড়া হয়নি, হবেও না৷ বিরোধীরা মিথ্যে কথা বলছে৷ আরে মিথ্যে কথা ছড়ানোর আগে একটু গরিবের দিকেও তাকান৷ নাগরিকত্ব আইনে কোনও নতুন শরণার্থীর লাভ হবে না৷ যারা বছরের পর বছর ধরে ভারতে বাস করছেন, যাঁরা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ধর্মী নিপীড়নের স্বীকার হয়ে ভারতে এসে বছরের পর বছর ধরে বাস করছেন, তাঁদের সুরক্ষার জন্য নাগরিকত্ব আইন৷ খোঁজ নিয়ে দেখুন, পাকিস্তান কী ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, তাই দেশের ভালোর জন্য ও বিশ্বে পাকিস্তানের কাজকর্মের পর্দা ফাঁস করতেই নাগরিকত্ব আইন৷ শরণার্থীরা নিজেদের পরিচয় গোপন রাখে না, কিন্তু অনুপ্রবেশকারীরা গোপনে লুকিয়ে থাকে৷ আসলে অনুপ্রবেশকারীরা ভয় পাচ্ছে, এ বার সত্যিটা সামনে চলে আসবে৷ অসমে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Citizenship Amendment Act, Mamata Banerjee, Narendra Modi