হোম /খবর /কলকাতা /
'দারুণ লড়াই করছে পশ্চিমবঙ্গ', প্রধানমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

'দারুণ লড়াই করছে পশ্চিমবঙ্গ', প্রধানমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

বসিরহাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী৷ PHOTO- ANI

বসিরহাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী৷ PHOTO- ANI

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে সঙ্গে নিয়ে এ দিন উত্তর চব্বিশ পরগণার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#বসিরহাট: আমফানের বিপর্যয় মিটিয়ে দিল রাজনৈতিক দূরত্ব৷ আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর পশ্চিমবঙ্গের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা৷ ট্যুইটারেও প্রধানমন্ত্রীর দফতরের তরফে লেখা হয়েছে, আমফানের ধাক্কা সামলে উঠতে 'লড়াই করছে পশ্চিমবঙ্গ'৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে সঙ্গে নিয়ে এ দিন উত্তর চব্বিশ পরগণার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী৷ এর পরে প্রশাসনিক বৈঠক করেন তিনি৷ পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর ওড়িশায় রওনা দেন প্রধানমন্ত্রী৷

প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আমফান মোকাবিলায় খুব ভাল লড়াই করছে৷ পরে পিএমও-র তরফে ট্যুইট বার্তায় লেখা হয়, 'একদিকে আমরা যখন মহামারির সঙ্গে লড়াই করছি তখন দেশের কয়েকটি প্রান্ত ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছে৷ সংক্রমণ রুখতে যেমন সোশাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে, অন্যদিকে ঘূর্ণিঝড় থেকে বাঁচতে মানুষকে নিরাপদে সরানো প্রয়োজন৷ এই বিপরীতধর্মী পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গ দারুণ লড়াই করছে৷ এমন কঠিন সময়ে আমরা সবাই পশ্চিমবঙ্গের পাশে আছি৷'

করোনা সংক্রমণ মোকাবিলা নিয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার৷ তবে আমফান বিপর্যয় মোকাবিলায় এখনও কেন্দ্র- রাজ্যের সমন্বয়ই চোখে পড়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Super Cyclone Amphan