হোম /খবর /কলকাতা /
‘চন্দ্র’ হোক বা ‘জ্যোতি’, আলুতে হাত দিলেই হাত পুড়ছে, লাগামছাড়া দামবৃদ্ধি

‘চন্দ্র’ হোক বা ‘জ্যোতি’, আলুতে হাত দিলেই হাত পুড়ছে, লাগামছাড়া দামবৃদ্ধিতে নাভিঃশ্বাস বাঙালির

Photo- Representative

Photo- Representative

খুচরো বাজারে আগুন আলু। বেকায়দায় আলুপ্রেমী বাঙালি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ব্রেকফাস্ট, লাঞ্চ থেকে ডিনার। মেনুতে আলু মাস্ট। কিন্তু সেই আলুতেই হাত দিলে ছ্যাঁকা। জ্যোতি আলু ৩২, চন্দ্রমুখী ৩৬ টাকা কিলো। আলুর গনগনে আঁচে ফুটছে বাজার। পাইকারি বাজারে দাম বাড়ায় মূল্যবৃদ্ধি। দাবি খুচরো বিক্রেতাদের। নাভিশ্বাস ক্রেতাদের।

সবজির দাম আকাশছোঁয়া। একমাত্র ভরসা আলু। কিন্তু সেই আলুর বাজারেই ছেঁকা। দিন, দিন চড়ছে দাম।খুচরো বাজারে জ্যোতি আলু পৌঁছে গিয়েছে কেজি প্রতি ৩২ টাকায়। ৩৬টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী।ব্যাগ হাতে বাজারে গিয়ে বাঙালির মুখভার।বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে বস্তাপিছু আলুর দাম বাড়ায় খুচরো বাজারেও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা।

পোস্তা বাজারে একদিনের ব্যবধানে বস্তাপ্রতি আলুর দাম ১৫০ টাকা বেড়েছে। জ্যোতি আলুর পাইকারি রেট কেজি প্রতি পৌঁছেছে ২৮ টাকায়।পাইকারদের দাবি বাজারে আলুর জোগান কম, তাই বাড়ছে দাম।

Photo- Representative Photo- Representative

কেন বাড়ছে আলুর দাম ?

--------------------------

আলুর উৎপাদন কিছুটা কমেছে

হিমঘরে মজুতও কম

হিমঘর থেকে প্রয়োজনের তুলনায় কম আলু বাজারে আসছে

কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের জন্য কৃত্রিম সংকট তৈরি করছে

আলুর দামে লাগাম পরাতে টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সুফল বাংলার স্টলে ২৫টাকায় মিলছে আলু। তারপরেও খুচরো বাজারে আগুন আলু। বেকায়দায় আলুপ্রেমী বাঙালি।

Published by:Debalina Datta
First published:

Tags: Kolkata, Potato