হোম /খবর /কলকাতা /
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে হাওড়া স্টেশনের এই মানুষদের জীবিকায় টান পড়েছ

Howrah Station : পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে হাওড়া স্টেশনের এই মানুষদের জীবিকায় টান পড়েছে

ফুলের মালা, দক্ষিণা সব মিলিয়ে কমপক্ষে ২০ থেকে ২৫ টাকা পড়ে যায়

ফুলের মালা, দক্ষিণা সব মিলিয়ে কমপক্ষে ২০ থেকে ২৫ টাকা পড়ে যায়

Howrah Station : পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য দিনের প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। ওই কারণে এমন বহু তুচ্ছ বিষয় রয়েছে, যেগুলো বিঘ্নিত হয়েছে অজান্তেই। অনেকের কাছে সেগুলির গুরুত্ব না থাকলেও,, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কাছে গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন...
  • Share this:

হাওড়া : হাওড়া স্টেশনের বাইরে ইদানীং ট্যাক্সি কিংবা ক্যাব গাড়ি পার্কিংয়ে ঢুকতে চাইছে না।যার ফলে,ওই গাড়ি গুলোর উপর নির্ভর করে যাঁদের জীবিকা চলত, তাঁদের জীবিকা বিপন্ন হয়েছে।  জনা তিনেক পূজারীকে সকালবেলা দেখা গেল বাঁ হাতে বেশ কয়েকটি গাঁদা ফুলের মালা ও ডান হাতে ঘটিতে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে। সকাল থেকে তীর্থের কাকের মতো হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে অপেক্ষায় রয়েছে।রোজগারে টান পড়েছে।তাই বিষণ্ণ বদনে রাস্তার দিকে তাকিয়ে।

তাঁদের দাবি, ডিজেল, পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্সি বা ক্যাব গাড়ির ভাড়া বাড়ায়নি সরকার। যার ফলে কেউ হাওড়া স্টেশনের পার্কিং লটে ঢুকতে চাইছে না। কারণ ওখানে ঢুকলেই সরকার নির্ধারিত ভাড়াতেই যাত্রীদের নিয়ে যেতে হবে। এছাড়াও বেশ কিছু চালকদের অভিযোগ, তেলের দাম বাড়ায় খরচ বেড়েছে।সঙ্গে রোজগার কমেছে। যার ফলে ফুলের মালা, দক্ষিণা সব মিলিয়ে কমপক্ষে ২০ থেকে ২৫ টাকা পড়ে যায়।এখন সেটাই খরচ করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের।

আরও পড়ুন :  'বাবা মা ভালবাসে না', 'গরিব বলে পেন্সিল বক্স কিনতে পারেনি বাবা'...পড়ুয়াদের মনের কথা পড়ে হতবাক শিক্ষকরা

অন্যদিকে হাওড়া স্টেশনের বাইরে ট্রাফিক পুলিশদের দাবি,ট্যাক্সি ড্রাইভাররা হাওড়া ব্রিজের মুখে যাত্রীদের নামিয়ে দিয়ে যাচ্ছেন।যার ফলে যাত্রীদের মালপত্র নিয়ে স্টেশন পর্যন্ত কষ্ট করে হেঁটে আসতে হচ্ছে।  যার ফলে দূর-দূরান্ত থেকে আসা ট্রেনের যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে।যদিও ট্রাফিক পুলিশ মাঝেমাঝে চাপ দিয়ে ট্যাক্সি ড্রাইভারদের ট্যাক্সি লাইনে আসতে বাধ্য করছে।সেই ভয়ে আবার ট্যাক্সি ড্রাইভাররা হাওড়ার দিকে সহজে যেতে চাইছেন না।

আরও পড়ুন :  'বাবা মা ভালবাসে না', 'গরিব বলে পেন্সিল বক্স কিনতে পারেনি বাবা'...পড়ুয়াদের মনের কথা পড়ে হতবাক শিক্ষকরা

তবে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা বেড়েছে।সঙ্গে হাওড়া স্টেশনের পুজারীদের পেটে টান পড়েছে। তাঁদের বক্তব্য, রোজগারের জন্য ওই জায়গা ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয়। তাঁদের আক্ষেপ, ৩ বছর আগের থেকে এখন তাদের ৬০% কম রোজগার হচ্ছে। যার ফলে নিজেদের জীবন জীবিকা চালানোয় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Howrah Station