#কলকাতা: ঘূর্ণিঝড়ের পর মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বিপর্যস্ত বাংলার ছবি দেখে তাঁর চোখে জল এসেছে বলে মুখ্যমন্ত্রীকে ফোনে জানান রামনাথ কোবিন্দ৷ মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির কথা হয় আমফান নিয়ে৷ আমফানে বিপর্যস্ত বাংলা৷ বিশেষ করে দক্ষিণবঙ্গের হাল রীতিমতো বেহাল৷ প্রচুর ক্ষতক্ষতি হয়ে গিয়েছে৷ পরিস্থিতি দেখতে রাজ্যে ইতিমধ্যেই এসেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে তিনি পরিদর্শন করবেন ক্ষতিগ্রস্ত এলাকা৷
আরও পড়ুন গাছ সরিয়ে অবরুদ্ধ শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও ১ দিন, খবর সূত্রের
রাষ্ট্রপতির পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রীকে৷ পশ্চিমবঙ্গের পরিস্থিতির খোঁজ নেন তিনি৷ রাজ্যের প্রায় ৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮০ জনের, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, Amphan Cyclone