হস্টেলের দাবিতে ক্যাম্পাসেই আস্তানা, আন্দোলনে প্রেসিডেন্সির বিক্ষোভকারী পড়ুয়ারা

Photo: Presidency University

Photo: Presidency University

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: প্রেসিডেন্সিতে সুর নরম পড়ুয়াদের ৷ হস্টেলের দাবিতে রেজিস্ট্রারকে ঘেরাও কর্মসূচি থেকে পিছোলেন পড়ুয়ারা ৷ তবে, আন্দোলন থেকে সরলেন না তারা ৷ আপাতত প্রেসিডেন্সি ক্যাম্পাসেই বিছানা, বালিশ নিয়ে আপাতত ক্যাম্পাসেই আস্তানা গেঁড়েছেন ৫৪ জন বিক্ষোভরত পড়ুয়া ৷ এভাবেই আন্দোলন চালাবেন তারা ৷

    তিন বছর পেরিয়ে গিয়েছে ৷ তবু, সংস্কারের ছিটেফোঁটাও দেখা যায়নি হিন্দু হস্টেলে ৷ যার জেরে হস্টেলটি পড়ুয়াদের থাকার একেবারে অযোগ্য হয়ে গিয়েছে ৷ সংস্কারের কারণে বন্ধ করে রাখা হয়েছিল হস্টেল ৷ কিন্তু প্রেসিডেন্সির বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হস্টেল মেরামতের কাজ করা হয়নি ৷ এই নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ৷

    তবে, আজ সকালে উপাচার্য হাতজোড় করে অনুরোধ করেন আন্দোলনরত পড়ুয়াদের ৷ আন্দোলন তুলে নেওয়ার জন্য ৷ এরপরই নিজেদের মধ্যে বৈঠক করেন তারা ৷   বেঠকের শেষেই তারা জানান, ঘেরাও কর্মসূচি থেকে তারা বিরত হলেও আন্দোলন তারা চালিয়ে যাবেন ৷ ক্যাম্পাসে থেকেই আন্দোলন চালাবেন তারা ৷

    পড়ুয়াদের সিদ্ধান্তে ক্ষুব্ধ উপাচার্য ৷ বলেন,

    পড়ুয়ারা ক্যাম্পাসে থাকলে দায়িত্ব নেব না ৷ এভাবে ক্যাম্পাস খোলা রাখতে পারব না ৷ পড়ুয়াদের বিক্ষোভেই হিন্দু হস্টেলে কাজ হচ্ছে না ৷ অযৌক্তিক আচরণ করছে পড়ুয়ারা ৷

    First published:

    Tags: Hostel, Presidency University