#কলকাতা: শুভেন্দু অধিকারী বড় নেতা৷ কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক নয়৷ বিজেপি-তে যোগ দেওয়ার পর এই প্রথম শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ একই সঙ্গে তাঁর দাবি, তৃণমূলে থেকেই যে শুভেন্দু বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছিলেন তা তাঁরা জানতেন৷ আর সেই কারণেই গত এক বছরে শুভেন্দুর সাংগঠনিক দায়িত্ব কমানো হচ্ছিল৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দুকে নিয়ে এমন মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর৷ তাঁর আরও দাবি, লোকসভায় রাজ্যে ৪০ শতাংশ ভোট পেলেও বিধানসভায় বিজেপি-র পক্ষে প্রাপ্ত ভোটের হার আরও বাড়ানো মুশকিল হবে৷
শুভেন্দু প্রসঙ্গে প্রশান্ত কিশোর বলেন, 'শুভেন্দু বড় নেতা ছিলেন৷ রাজনীতিতে উচ্চকাঙ্খী হওয়া ভাল৷ কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক নয়৷ একেক সময় কারও মনে হতে পারে দলের সাময়িক খারাপ অবস্থা আমার পক্ষে ভবিষ্যতে ভাল হতে পারে৷ আমরা খুব খুশি যে উনি নিজে থেকে প্রকাশ্যে ২০১৪ থেকেই তিনি বিজেপি-র সঙ্গে ছিলেন৷ এবার ভেবে দেখুন, দলের একজন বিশ্বস্ত প্রথমসারির নেতা যদি এরকম করেন তাহলে দিদির জায়গায় থাকলে আপনি কী করতেন?' একই সঙ্গে প্রশান্ত কিশোরের দাবি, শুভেন্দুর সঙ্গে বিজেপি-র যোগাযোগের কথা তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানত৷ তাই গত একবছরে তাঁর সাংগঠনিক দায়িত্ব কমানো হয়েছিল৷
কয়েক দিন প্রশান্ত কিশোর দাবি করেছেন, বিজেপি বাংলায় একশো আসন পেরোবে না৷ নিজের সেই অবস্থানেই অনড় তিনি৷ তাঁর মতে, গত লোকসভা নিরর্বাচনে বিজেপি ৪০ শতাংশ ভোট পেলেও বিধানসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের হার বাড়িয়ে ৪৫ শতাংশে নিয়ে যাওয়া বিজেপি-র পক্ষে কঠিন হবে৷ তৃণমূলের ভোট কুশলীর মতে, রাজ্যে ৯টি বড় জেলায় কমবেশি ১৮০টি আসন রয়েছে৷ সেগুলিতে ভাল ফল করতে পারলে তবেই বিজেপি-র রাজ্যে ক্ষমতা দখলের সম্ভাবনা বাড়বে৷ তবে এই মুহূর্তে সেই সম্ভাবনা কম বলেই দাবি প্রশান্ত কিশোরের৷
শুভেন্দু প্রসঙ্গে বলতে গিয়ে প্রশান্ত কিশোর আরও বলেন, 'মানুষ দিদিকে বিশ্বাস করবে নাকি যিনি পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি মারল তাঁকে বিশ্বাস করবে?'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Prashant Kishor, Suvendu Adhikari, TMC