#কলকাতা: লক্ষ্যে ১৮ থেকে ২৫। নবীন ভোটারদের কাছে টানতে ছাত্র যুব নেতাদের নির্দেশ দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সোমবারই শেষ হয়েছে একদিনের ছাত্র যুব সম্মেলন। মঙ্গলবার জেলা যুব সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। ওই বৈঠকে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটাররা টিএমসিকে ভোট দেয়নি তাদের কাছে টানতে বিশেষ উদ্যোগী হতে পরামর্শ দেন প্রশান্ত কিশোর।
বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যের প্রতি বুথে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ছাত্র যুবদের নিয়ে বুথ কমিটি তৈরী করতে হবে। নানা প্রোগ্রামে আরও বেশী করে ১৮ থেকে ২৫ দের কাছে পৌঁছতে হবে। দলে যুবদের শক্ত মজবুত সংগঠন করার ওপর জোর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, এমন সংগঠন করুন, কেউ পছন্দ না করলেও যেন আপনাকে মানতে বাধ্য হয়।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PK, Prashant Kishor, TMC