#কলকাতা: পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল ঠিক করার দায়িত্বে রয়েছেন তিনি৷ তার সঙ্গেই এ বার আরও এক বড় দায়িত্ব পেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হল তাঁকে৷
পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেই এ দিন ট্যুইট করে এ কথা জানিয়েছেন৷ ট্যুইটারে ক্যাপ্টেন অমরিন্দর সিং লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রশান্ত কিশোর আমার প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন৷ পঞ্জাবের মানুষের উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি৷'
Happy to share that @PrashantKishor has joined me as my Principal Advisor. Look forward to working together for the betterment of the people of Punjab!
— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 1, 2021
বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া তামিলনাড়ুতেও ডিএমকে-র জন্য কাজ করছেন প্রশান্ত কিশোর৷ ইতিমধ্যেই তিনি দাবি করেছেন, ফের একবার বাংলায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি ১০০ আসনও পাবে না বলে দাবি করেছেন তৃণমূলের ভোট কুশলী৷ এবার পঞ্জাবে তাঁর নতুন পরীক্ষা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prashant Kishor, TMC