#কলকাতা: থলে হাতে বাজারে গিয়ে নাভিশ্বাস বাঙালির। সাধের আলুর দম খেতে হবে না, যেন দম দিচ্ছে আলু। আলুর দাম নিয়ন্ত্রণে কড়া রাজ্য সরকার। কিন্তু বাজারে আলু বিক্রি হল সেই চড়া দামেই। মানিকতলা বাজারে জ্যোতি আলু বত্রিশ টাকা। চন্দ্রমুখী ৩৪ টাকা। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে আলু। অভিযোগ আলু বিক্রেতাদের।
মানিকতলা বাজার
জ্যোতি আলু৩২ টাকা
চন্দ্রমুখী আলু ৩৪ টাকা
(দাম প্রতি কিলোগ্রাম)
যদুবাবুর বাজার
ভবানীপুরের যদুবাবুর বাজারে জ্যোতি আলুর দাম ৩২ টাকা। চন্দ্রমুখী আলুর দাম বেড়ে ৩৮ টাকা।
যদুবাবুর বাজার
জ্যোতি আলু৩২ টাকা
চন্দ্রমুখী আলু ৩৮ টাকা
(দাম প্রতি কিলোগ্রাম)
আলুর দাম নিয়ন্ত্রণে এই সপ্তাহ থেকে অভিযানে নামতে পারে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।