#কলকাতা: শব্দবাজি পোড়ানোয় এবার আরও কড়া প্রশাসন। আবাসনে নিষিদ্ধ বাজি পোড়ান হলে দায় নিতে হবে আবাসন কর্তৃপক্ষকেই। পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে নয়া অ্যাপ চালু করল দৃষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
প্রতিবছরই নানা নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু তা সত্ত্বেও শব্দবাজি বিক্রি ও পোড়ানো পুরোপুরি বন্ধ হয়নি। তাই এবছর আরও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। প্রায় ১৫০ আবাসনের পরিচালন কমিটিকে নিয়ে বৈঠকে বসে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
৯০ ডেসিবেলের উপরে শব্দবাজি পোড়ানো যাবে না
বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দেওয়া হবে
বহুতলে বাজি পোড়ান যাবে না
আবসনে নিষিদ্ধ বাজি পোড়ান হলে দায় নিতে হবে আবাসন পরিচালন সমিতিকেই
নিষেধাজ্ঞা না মানলে একাধিক ধারায় মামলা হবে অভিযুক্তের বিরুদ্ধে
এতদিন নিষিদ্ধ বাজি সংক্রান্ত অভিযোগ জানাতে হত পুলিশকেই। এবার সরাসরি অভিযোগ জানান যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও। তার জন্য চালু করা হয়েছে নতুন অ্যাপ।
শব্দদানব রুখতে অ্যাপ
অভিযোগ জানান যাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ‘পরিবেশ’ অ্যাপে
অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছবে
ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে
অভিযোগকারীর পরিচয়ও গোপন রাখা হবে
বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট জায়গায় তৈরি করা হচ্ছে সেফ জোনও। সেখানেই বাজি পোড়ানোর আবেদন করা হয়েছে সকলকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Pollution, Kali Puja, Sound Cracker