#কলকাতা: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতায় চলছে ১৫ বছরের পুরোন গাড়ি। তাতেই গ্যাস চেম্বার তিলোত্তমা! জাতীয় পরিবেশ আদালতে হলফনামা জমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশপ্রেমীদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য প্রশাসন। কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছে বেসরকারি পরিবহণ সংস্থাগুলি।
দূষণের ধাক্কায় জেরবার রাজধানী দিল্লি। পিছিয়ে নেই কলকাতাও। চলতি বছরের প্রথম দিনেই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স বুঝিয়েছিল, গ্যাস চেম্বারে পরিণত হয়েছে তিলোত্তমা। দূষণের কারণ অনেক। তার অন্যতম গাড়ির ধোঁয়া। পরিবেশপ্রেমীদের অভিযোগ, নিয়ম ভেঙে কলকাতায় এখনও দৌড়চ্ছে পনেরো বছরের পুরোন গাড়ি। জাতীয় পরিবেশ আদালতে হলফনামা জমা দিয়ে সড়ক পরিবহণ মন্ত্রকের দাবি,
- আলিপুর আরটিওর আওতাভুক্ত ১৫ বছরের পুরোন ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৪৫। বাণিজ্যিক গাড়ি ৬০ হাজার ৪৮০টি।
- বারাকপুরে ব্যক্তিগত গাড়ি ৩ লক্ষ ৪৭ হাজার ৩০১। বাণিজ্যিক গাড়ি ৪৬ হাজার ১৬৬টি।
- বারুইপুর এআরটিও আওতাভুক্ত ব্যক্তিগত গাড়ি ১ লক্ষ ৫ হাজার ২৬৪। বাণিজ্যিক গাড়ির সংখ্যা ৯ হাজার ৬১২টি
- বেহালায় পনেরো বছরের পুরোন ব্যক্তিগত গাড়ি রয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ১১৭টি। বাণিজ্যিক গাড়ি রয়েছে ১৪ হাজার ৭০টি
- কসবায় এআরটিওতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ২৭৬। এখানে বাণিজ্যিক গাড়ি ১২ হাজার ৮৪৪টি
- পিভিডি কলকাতা আওতাভুক্ত ব্যক্তিগত গাড়ি ৩ লক্ষ ৯৬ হাজার ৩৪টি। ৫৭ হাজার ৫১১টি বাণিজ্যিক গাড়ি রয়েছে, এবং
- সল্টলেক এআরটিও আওতাভুক্ত পনেরো বছরের পুরোন ব্যক্তিগত গাড়ির সংখ্যা ১ লক্ষ ৮৭ হাজার ৪৫। সেখানে বাণিজ্যিক গাড়ি রয়েছে ১৮ হাজার ৪৫৪টি গাড়ি
কেন্দ্রীয় সরকারের দাবি, ২০১২ অগাস্ট থেকে ২০১৮ সালের অক্টোবর, এই প্রায় ৬ বছরে, কলকাতায় পনেরো বছরের পুরোন গাড়ি বাতিল হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৮৯০টি । ২০১২-২০১৮ পর্যন্ত বাতিল হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৮৯০টি গাড়ি ৷ পরিবেশবিদদের অভিযোগ, দূষণ মোকাবিলায় সচেতন নন গাড়ি মালিকরা। পদক্ষেপ করছে না রাজ্য সরকারও। তাই এই অবস্থা। পরিবহণ সংগঠনগুলি পাল্টা আঙুল তুলছে কেন্দ্রের দিকে। জাতীয় পরিবেশ আদালতে কেন্দ্রীয় সরকারের এই হলফনামায় অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Environment Pollution, Kolkata, Pollution, Pollution level rising in Kolkata