#বিধাননগর: বাড়ির সামনে ভোরবেলা জড়ো হয়েছিল ডাকাত দল৷ অপারেশনের তোড়জোড়ও হয়ে গিয়েছিল৷ খবর পেয়ে সেখানে হাজির হল পুলিশ৷ এর পরই পুলিশের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি শুরু হয়৷ সাত সকালে এ রকমই নাটকের সাক্ষী থাকল সল্টলেক (Salt Lake)৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷
পুলিশ সূত্রে খবর, এ দিন ভোরে সল্টলেকের এএইচ- ১৯৩ নম্বর বাড়িতে এক প্রাক্তন অফিসারের বাড়ির সামনে পাঁচ থেকে ছ' জন দুষ্কৃতী জড়ো হয়৷
প্রতিবেশী এক বাসিন্দা দুষ্কৃতীদের দেখতে পেয়ে বিধাননগর পূর্ব থানায় ফোন করে খবর দেন৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল৷ পুলিশকর্মীদের দেখেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ কিন্তু তাদের ধরে ফেলেন পুলিশকর্মীরা৷ এর পরেই দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷
আরও পড়ুন: ইংরেজিতে এম এ পাশ! ঘাটালে চোরকে ধরে অবাক পুলিশই
শেষ পর্যন্ত পুলিশকর্মীদের হাত কামড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ যদিও ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ এবং দু'টি লোহার রড সহ ডাকাতির জন্য জড়ো করা বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ৷
আরও পড়ুন: নিজের স্ত্রীকে ধর্ষণ করানোর জন্য বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানাল স্বামী! তার পর ?
পুলিশ জানিয়েছে, ভোরবেলা ওই প্রাক্তন অধ্যাপক সহ তাঁর পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন৷ সেই সুযোগেই বাড়িতে ঢুকে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা৷ ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ আশে পাশের থানাগুলিকেও সতর্ক করা হয়েছে৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের ধরার চেষ্টা করছে পুলিশ৷
সাতসকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সল্টলেকের বাসিন্দারা৷ তবে পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে ডাকাতি রুখে দিয়েছে, তারও প্রশংসা করছেন প্রত্যেকেই৷ পুলিশের ধারণা, আগে থেকে রেইকি করে নিয়েই ভোর বেলা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা৷ ওই পরিবার সম্পর্কে ওয়াকিবহল কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলেও অনুমান পুলিশের৷
Anup Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salt lake