#কলকাতা: নানান ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যের লড়াই, সংঘাত এখন চরমে। এমনকি লড়াইয়ে এই রাজ্যের পুলিশকেও আক্রমণ করা হয়েছে। শেষ পর্যন্ত দক্ষতা এবং মেধার স্বীকৃতি ছিনিয়ে আনল রাজ্য, তাও আবার কেন্দ্রের কাছ থেকে এল সম্মান। ইন্ডিয়ান পুলিশ মেডেল পেলেন সিআইডি অফিসাররা।
মঙ্গলবার সেই সাতজন অফিসারের হাতে পুরস্কার তুলে দেন এডিজি সিআইডি সিদ্ধিনাথ গুপ্তা। তার মধ্যেই আছেন এই রাজ্যের তিন গুরুত্বপূর্ণ অফিসার। যাদের বহুক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তিত ভূমিকা রয়েছে। পুরস্কার পেয়েছেন সিআইডি সাইবার বিভাগের ওসি পল্লব গাঙ্গুলি,ব্যারাকপুর পুলিশ কমিশনারেট-এর ডিডিআই অতীশ চট্টোপাধ্যায় এবং মনিটরিং সেলের সুজিত চক্রবর্তী।
মূলত ২০১৫ সাল থেকে ২০১৯ সালের ব্যাচের মধ্যে ৭ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যে ডেপুটেশনে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রের তলব করেছে। যা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে লড়াই এখনও অব্যাহত। ঘটনাচক্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রাজ্য সফরে এসে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। তারপরেই কেন্দ্রের তরফে তিনজন আইপিএসকে ডেপুটেশনে তলব করে কেন্দ্র। হাজারো তর্ক-বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে স্বীকৃতি দিতেই হল এই রাজ্যের তিন আধিকারিককে।
Susovan Bhattacharjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police, STATE GOVERNMENT, West bengal