বেলঘরিয়া: একটি আবাসনের বাসিন্দা বছর কুড়ির রক্সিত মিত্তল এবারে NEET মেডিকেল পরীক্ষার্থী 13 ই সেপ্টেম্বর পরীক্ষা। গতকাল সকালে প্রতিদিনের মতো পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ির স্কুটি নিয়ে আলমবাজার এর শ্যাম মন্দিরে যায়। দীর্ঘক্ষন বাড়ি না ফেরায় তার মা তাকে ফোন করলে তার ফোনের সুইচ বন্ধ পায়।
এরপর থেকেই বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তবে কোনো খোঁজ না পেয়ে বেলঘড়িয়া থানা নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষে থেকে আজ সকালে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙা থানা থেকে ফোন আসে তার গাড়ি ও হেলমেট উদ্ধার হয়েছে বলে, তবে নিখোঁজ থাকা রক্সিতের কোন খোঁজ পাওয়া যায়নি চরম দুশ্চিন্তায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা।
আলমবাজার শ্যামের মন্দিরে পুজো দিতে গিয়েছিল তার সিসি ক্যামেরার ফুটেজ এ তা দেখা যাচ্ছে । খোঁজ চালাচ্ছে পুলিশ।
Arun Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।