#কলকাতা: ছোট পর্দার অভিনেত্রী পল্লবী দে-র পরিবার অভিযোগ দায়েরের পরই সাগ্নিক চক্রবর্তীকে জেরা করল পুলিশ৷ সোমবার রাতভর গড়ফা থানায় পল্লবী দে-র প্রেমিক এবং লিভ ইন পার্টনার সাগ্নিককে জেরা করে পুলিশ৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সাগ্নিককে গ্রেফতার করেনি পুলিশ৷
গত বৃহস্পতিবার গড়ফার ফ্ল্যাটে অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে মনোমালিন্যের জেরেই পল্লবী আত্মহত্যা করেন বলে অভিযোগ৷ সাগ্নিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে থাকে৷ যেমন জানা যায়, সাগ্নিক বিবাহিত হলেও তা পল্লবীকে জানাননি৷ পল্লবীর বান্ধবী সহ অন্য একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর৷ পল্লবী যখন আত্মহত্যা করেন, তখনও গড়ফার ওই ফ্ল্যাটেই ছিলেন সাগ্নিক৷
আরও পড়ুন: পল্লবী নিজে কী বলেছিলেন ‘বয়ফ্রেন্ড’ সাগ্নিক সম্বন্ধে? ভাইরাল তাঁর পুরনো সাক্ষাৎকার
শেষ পর্যন্ত সোমবার সাগ্নিকের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করে পল্লবী দে-র পরিবার৷ সাগ্নিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও ষড়যন্ত্রের পাশাপাশি খুনের ধারাতেও এফআইআর করা হয়েছে৷
আরও পড়ুন: পল্লবীর ফিক্সড ডিপোজিটের নমিনি সাগ্নিক, 'মেয়ের টাকায় ফ্ল্যাট কিনেছিল', অভিযোগ পল্লবীর পরিবারের
কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার অতুল ডি গরফা থানায় গিয়ে সাগ্নিককে জেরা করেন৷ সকাল পর্যন্ত সাগ্নিককে থানা থেকে ছাড়া হয়নি৷ সাগ্নিকের পাশাপাশি পল্লবীর এক বান্ধবীর নামেও অভিযোগ দায়ের করেছে ওই অভিনেত্রীর পরিবার৷ সাগ্নিকের পরিবারের অভিযোগ, পল্লবীর ওই বান্ধবীর সঙ্গেও সাগ্নিকের সম্পর্ক ছিল৷ পল্লবীর অনুপস্থিতিতে সেই বান্ধবী সাগ্নিকের কাছে গড়ফার ফ্ল্যাটে আসতেন বলেও অভিযোগ৷
পল্লবীর মৃত্যুর পরই তাঁর বাবা- মা অভিযোগ করেন, তাঁদের মেয়ের টাকাতেই গাড়ি- বাড়ি সব কিছু কিনেছেন সাগ্নিক৷ পল্লবীর এফডি-র নমিনিও করা ছিল সাগ্নিককে৷ পরিবারের আপত্তি সত্ত্বেও পল্লবী যে সাগ্নিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, তা স্পষ্ট হয়ে যায়৷ দু' জনের মধ্যে সম্পর্কও যে মসৃণ ছিল না, সেই তথ্যও সামনে আসে৷ এই সমস্ত সূত্র ধরেই তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ৷
তবে পল্লবীর পরিবার খুনের অভিযোগ আনলেও অভিনেত্রীর মৃত্যুর সঙ্গে সাগ্নিক চক্রবর্তীর প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ৷
Sanhyik Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey