#কলকাতা: সকাল থেকে থমথমে বিদ্যাসাগর কলেজ চত্বর। এখনও ছড়িয়ে ছিটিয়ে চেয়ার, টেবিল। এখানে-ওখানে পড়ে ভাঙা কাচ। কলেজ চত্বরে আমহার্স্ট ও বটতলা থানার বিশাল পুলিশ বাহিনী। গতকালই অমিত শাহর রোড শো ঘিরে ধুন্ধুমারকাণ্ড ঘটে কলেজ স্ট্রিট চত্বরে। বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানো হয়। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি। ভাঙচুর করা হয় কলেজ।
মঙ্গলবার অমিত শায়ের রোড শো ঘিরে আগুন জ্বলে বিদ্যাসাগর কলেজে। ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। বেপরোয়া ভাঙচুর হল চলে কলেজে।
বর্ণময় রোড-শো বদলে গেল লজ্জায়। অমিত শাহের রোড শো' থেকে বিজেপি সমর্থকদের টার্গেট বিদ্যাসাগর কলেজ। প্রথমে বেপরোয়া ইটবৃষ্টি। তারপর কলেজের গেট ভেঙে ঢুকে বেপরোয়া ভাঙচুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Elections 2019, Lok Sabha elections 2019, TMC, Violence in Vidyasagar college, West Bengal Lok Sabha Elections 2019