হোম /খবর /কলকাতা /
টেকনোসিটি গুলি চালনা ‘দুর্ঘটনাবশত’, প্রতক্ষ্যদর্শীর বয়ান উল্লেখ করে বলল পুলিশ

Technocity Firing Case By Police: টেকনোসিটি গুলি চালনা ‘দুর্ঘটনাবশত’, প্রতক্ষ্যদর্শীর বয়ান উল্লেখ করে বলল পুলিশ

টেকনো সিটি থানার পুলিশ কৌশিক ঘোষ

টেকনো সিটি থানার পুলিশ কৌশিক ঘোষ

Technocity Firing Case By Police: বিস্তারিত তদন্ত এখনও চলছে, ফলে আসলে ঘটনা কী হয়েছিল, তার নিশ্চিত পুলিশি বয়ান আসতে আরও কিছুটা সময় লাগবে হয়ত৷

  • Share this:

কলকাতা: টেকনোসিটি ব্যরাকে গুলি চালনার ঘটনা নিয়ে প্রাথমিক বয়ান দেওয়া হল পুলিশের তরফ থেকে৷ পুলিশের বয়ানে উল্লেখ করা হয়েছে, আক্রান্ত এসআই কৌশিক ঘোষ ও প্রতক্ষ্যদর্শীদের মতে গুলি ‘ভুল করে’ চালানো হয়েছিল৷ সেই কারণে ষড়যন্ত্রের তত্ত্ব বা কোনও ইচ্ছাকৃত গুলি চালনার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তাঁরা৷ পুলিশের রিপোর্টে সে কথা উল্লেখ করা হয়েছে৷

পাশাপাশি, পুলিশি রিপোর্টে বলা হয়েছে, সত্যি, এএসআই অভিজিৎ ঘোষ নিজের পার্সোনাল পিস্তল থেকে এক রাউন্ড গুলি চালিয়েছিলেন৷ আক্রান্ত এসআই কৌশিক ঘোষের পায়ে সেটি লাগে৷ তাঁকে ভর্তি করানো হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে তাঁর ছোট একটি অস্ত্রোপচার হয়৷ তিনি আপাতত সুস্থ আছেন৷

আরও পড়ুন - রাজ্যপাল লিখলেন অ, আ... বললেন ‘জয় বাংলা'! হাতেখড়িতে কাকে দিলেন গুরুদক্ষিণা? রাজভবনের ইতিহাসে 'ব্যতিক্রমী' ছবি

আরও পড়ুন: ১০০ কোটির রেকর্ড ছুঁল পাঠান! দুর্বার গতিতে ছুটছে শাহরুখ-দীপিকার ছবি! বিশ্বজুড়ে বক্স অফিসে বাম্পার কালেকশন...

বিস্তারিত তদন্ত এখনও চলছে, ফলে আসলে ঘটনা কী হয়েছিল, তার নিশ্চিত পুলিশি বয়ান আসতে আরও কিছুটা সময় লাগবে হয়ত৷ তবে প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীদের মতামত নিয়ে ঘটনাটিকে দুর্ঘটনাবশত গুলি চালনা বলেই মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে এএসআই অভিজিৎকে সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনার তদন্ত করছেন ডিসিপি নিউটাউন ও এসপিপি নিউটাইন৷ তাঁরা শীঘ্র এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন৷

গতকাল, বুধবার গভীর রাতে ঘটেছে এই ঘটনা। এসআই কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হয়, ডিউটি সংক্রান্ত থানার পিসি পার্টির দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। তার জেরেই গুলিচালনা৷ কিন্তু প্রাথমিক সাক্ষী ও আক্রান্তের বয়ানের ভিত্তিতে সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে পুলিশ৷

Published by:Uddalak B
First published:

Tags: West bengal Police