#কলকাতা : সংগীত শিল্পী উস্তাদ রশিদ খানকে(Rashid Khan) সপরিবারে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে তাঁরই গাড়ির চালক এবং এক অফিস কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে একজনকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করেই খোঁজ মিলেছে দ্বিতীয় অভিযুক্তের।
জানা গিয়েছে , ধৃতদের নাম অবিনাশ কুমার ভারতী এবং দীপক অউলাখ। গত ৯ অক্টোবর কম্পিউটারে ইন্টারনেট কলে খুনের হুমকি দেওয়া হয় রশিদ খানকে(Rashid Khan)। বলা হয়, পঞ্চাশ লক্ষ টাকা না দিলে সপরিবার রশিদ খানকে খুন করা হবে। এর পরই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী।
পুলিশের পরামর্শেই দর কষাকষি শুরু করেন শিল্পী (Rashid Khan) । প্রথমে পঞ্চাশ লাখ টাকা দাবি করা হলেও পরে ২০ লক্ষ টাকায় রফা হয়। তদন্তে নেমে যে আইপি অ্যড্রেস ব্যবহার করে রশিদ খানকে (Rashid Khan) হুমকি দেওয়া হয়, সেটি চিহ্নিত করে পুলিশ। সেই সূত্র ধরেই উত্তর প্রদেশের আমরোহা জেলা থেকে দীপককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন :পুজো শেষে ভোট পুজো! মণ্ডপে মণ্ডপে জনসংযোগ সারলেন তৃণমূলের এই দুই প্রার্থী...
সূত্রের খবর, দীপক কিছুদিন আগেই রশিদ খানের অফিসে কাজে যোগ দিয়েছিল। কিন্তু আট- দশদিন কাজ করার পরই সে আর কাজে আসেনি। পুলিশ সূত্রে খবর, দীপককে জেরা করেই অবিনাশের কথা জানতে পারে পুলিশ। জানা যায়, অবিনাশের সঙ্গে যোগসাজশ করেই রশিদ খানকে হুমকি দেয় দীপক।
অবিনাশ গত কয়েক মাস ধরে রশিদ খানের বাড়িতে গাড়ি চালকের কাজ করছিল। রশিদ খানের সম্পর্কে যাবতীয় তথ্য সেই দীপককে দিয়েছিল। কলকাতা থেকে অবিনাশকেও গ্রেফতার করে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Rashid Khan, Singer