#কলকাতা: অবশেষে এমপি বিড়লাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মনোজ। তিন বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গতকাল সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে বেহালার এমপি বিড়লা স্কুলে ধুন্ধুমার। বিকালে পুলিশ অভিভাবকদের ওপর লাঠিচার্জ করে বলেও অভিযোগ। চাপের মুখে অভিযুক্ত অশিক্ষক কর্মচারী মনোজকে সাসপেন্ড করেই দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ।
জিডি বিড়লায় বছর চারেকের শিশুর উপর নির্যাতনের খবর সামনে আসতেই শহরের আরেক নামী স্কুল এমপি বিড়লাতেও আন্দোলনের আঁচ। এই স্কুলেও তিন বছরের শিশুর উপর যৌন নির্যাতনে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। সোমবার বিক্ষোভরত অভিভাবকদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
গতকাল সকাল থেকেই বেহালার এমপি বিড়লা স্কুলের সামনে চলছিল বিক্ষোভ । স্কুলের দুই কর্মী তিন বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ। রবিবার ছুটির দিনে স্কুলে একটি নোটিস দেওয়া হয়। সেখানে অবশ্য যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়।
সকালে স্কুলে যান নির্যাতিতা শিশুর মা ও বাবা। নতুন করে তদন্তের দাবি করেন তাঁরা। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে জেমস লং সরণিতে অবরোধ করে বিক্ষোভ দেখান অন্য অভিভাবকরা।
এরপরই চাপে পড়ে এক অভিযুক্ত মনোজকে সাসপেন্ড করা হয়। স্কুলের তরফে তা জানানোর পরই দুই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা।
বিকালে পড়ুয়াদের বাস বেরনোর সময় ফের বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের বাসে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুল থেকে বেরোচ্ছেন বলে অভিযোগ তোলেন অভিভাবকরা। এরপরই পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়।
এরপরই রাতে শিশু নির্যাতনে অন্যতম অভিযুক্ত অশিক্ষক কর্মী মনোজকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested Accused Employee, MP Birla school, MP Birla Student molested case