#কলকাতা:এক ঘণ্টার হেলিকপ্টার সফরে রাজ্যের আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখালেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ঘুরে দেখেন ৷ পুরো এলাকাই জলের তলায় ৷
এদিকে একদিন আগেই ১ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন প্রশাসনিক বৈঠকে আরও টাকার কেন্দ্রীয় অনুদান চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্যের এই পরিস্থিতিতে অতি দ্রুত টাকার বরাদ্দ ছেড়ে দেওয়ার জন্যেও আবেদন জানানো হবে ৷
নির্ধারিত সময়েই কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক ঘণ্টার এরিয়াল সফরে তাঁকে নিয়ে আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷ রাজারহাট. ক্যানিং, গোসাবা-র মতো এলাকা এই সফরে প্রধানমন্ত্রীকে ঘুরে দেখাবেন মমতা ৷
বিভিন্ন অঞ্চল এখনও বিধ্বস্ত ৷ রাস্তা , বিদ্যুৎ পরিষেবা সব বিধ্বস্ত ৷ সামগ্রিক এই ধ্বংসের পরিস্থিতি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থা দেখিয়ে রাজ্যের জন্য আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
ममता के साथ बंगाल के बसिरहाट पहुंचे PM मोदी.@nehapant19 pic.twitter.com/RLcNsjW0ts
— News18 India (@News18India) May 22, 2020
Prime Minister Narendra Modi received by West Bengal CM Mamata Banerjee on arrival at Kolkata Airport. The PM will be conducting an aerial survey of the areas affected by #CycloneAmphan. pic.twitter.com/gnsBx9maye
— ANI (@ANI) May 22, 2020
আমফান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নেন মোদি ৷ আর শুক্রবার মোদি আসার ২০ মিনিট আগেই বিমানবন্দরে পৌঁছে যান মমতা ৷
নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে একঘণ্টা আগেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর সেখানেই তাঁর সঙ্গে একটি বৈঠকে সারতে পারেন মুখ্যমন্ত্রী ৷ তারপর দুজনে আকাশপথে সাইক্লোন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন ৷
আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শন করবেন, মোদি ও মমতা ৷হেলিকপ্টারে বসিরহাটে যাবেন প্রধানমন্ত্রী৷ বসিরহাট কলেজে তৈরি হয়েছে ২টি হেলিপ্যাড৷ প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রীও৷আমফান-বিপর্যয় নিয়ে বৈঠক করবেন মোদি৷ সকাল ১১.৩০: বসিরহাটে প্রশাসনিক বৈঠক৷ আজই ভুবনেশ্বর যাবেন প্রধানমন্ত্রী৷ দুপুর ১.৩০: ভুবনেশ্বরের উদ্দেশে রওনা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।