হোম /খবর /দেশ /
আকাশপথে ঘুরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা দেখলেন প্রধানমন্ত্রী, সঙ্গী মুখ্যমন্ত্রী

জলের নিচে গোটা বাংলা, আকাশপথে ঘুরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা দেখলেন প্রধানমন্ত্রী, সঙ্গী মুখ্যমন্ত্রী

Photo- Twitter Video Grab

Photo- Twitter Video Grab

এরিয়াল সার্ভের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠকে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:এক ঘণ্টার হেলিকপ্টার সফরে রাজ্যের আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখালেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক ঘণ্টার সফরে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ঘুরে দেখেন ৷ পুরো এলাকাই জলের তলায় ৷

এদিকে একদিন আগেই ১ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন প্রশাসনিক বৈঠকে আরও টাকার কেন্দ্রীয় অনুদান চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্যের এই পরিস্থিতিতে অতি দ্রুত টাকার বরাদ্দ ছেড়ে দেওয়ার জন্যেও আবেদন জানানো হবে ৷

 নির্ধারিত সময়েই কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক ঘণ্টার এরিয়াল সফরে তাঁকে নিয়ে আমফান বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷ রাজারহাট. ক্যানিং, গোসাবা-র মতো এলাকা এই সফরে প্রধানমন্ত্রীকে ঘুরে দেখাবেন মমতা ৷

বিভিন্ন অঞ্চল এখনও বিধ্বস্ত ৷ রাস্তা , বিদ্যুৎ পরিষেবা সব বিধ্বস্ত ৷ সামগ্রিক এই ধ্বংসের পরিস্থিতি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থা দেখিয়ে রাজ্যের জন্য আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

আমফান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নেন মোদি ৷ আর শুক্রবার মোদি আসার ২০ মিনিট আগেই বিমানবন্দরে পৌঁছে যান মমতা ৷

নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে একঘণ্টা আগেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর সেখানেই তাঁর সঙ্গে একটি বৈঠকে সারতে পারেন মুখ্যমন্ত্রী ৷ তারপর দুজনে আকাশপথে সাইক্লোন বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন ৷

আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শন করবেন, মোদি ও মমতা ৷হেলিকপ্টারে বসিরহাটে যাবেন প্রধানমন্ত্রী৷ বসিরহাট কলেজে তৈরি হয়েছে ২টি হেলিপ্যাড৷  প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রীও৷আমফান-বিপর্যয় নিয়ে বৈঠক করবেন মোদি৷ সকাল ১১.৩০: বসিরহাটে প্রশাসনিক বৈঠক৷  আজই ভুবনেশ্বর যাবেন প্রধানমন্ত্রী৷ দুপুর ১.৩০: ভুবনেশ্বরের উদ্দেশে রওনা৷

Published by:Debalina Datta
First published:

Tags: Mamata Banerjee, Narendra Modi, Super Cyclone Amphan