#নয়াদিল্লি: দেশের পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী। আজ, শুক্রবার পঞ্চায়েত দিবস। আর ওই দিনই দেশের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তা দেবেন প্রধানমন্ত্রী।
১০০ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা নির্মান সব নিয়েই মোদি কি বলেন সে দিকে তাকিয়ে গ্রামীণ প্রশাসন। প্রধানমন্ত্রী যখন ভিডিও বার্তা দেবেন ঠিক তখনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী মহেন্দ্র সিং তোমর ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন সব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীদের সঙ্গে।
At 11 AM today, PM @narendramodi would be interacting with Sarpanchs from across the nation via video conferencing. All Sarpanchs will be able to join this interaction through Doordarshan, from their respective homes adhering to social distancing norms.
— PMO India (@PMOIndia) April 24, 2020
বৈঠকে আলোচনা হবে-
১. গ্রামীণ রাস্তা নির্মান
২. ১০০ দিনের কাজ
৩. মহিলাদের স্বনিযুক্তি প্রকল্প
৪. প্রধানমন্ত্রী আবাস যোজনা
এই চার বিষয়ে কাজে জোর দিতে চায় কেন্দ্র। এই চার বিষয় নিয়ে দ্রুত কাজ শুরু করতে চায় রাজ্য পঞ্চায়েত দফতরও। এই কাজ দ্রুত শুরু করা এবং এ বাবদ টাকা ফেলে না রেখে দ্রুত বরাদ্দ করার দাবি তুলবেন সুব্রত মুখোপাধ্যায়। ওই বৈঠকে রাজ্য পঞ্চায়েত দফতরের সচিব-সহ চার জয়েন্ট সেক্রেটারি থাকবেন ওই বৈঠকে । বৈঠক উপলক্ষে মন্ত্রীর বাড়িতেই বসানো হচ্ছে বৈঠক। আসবেন সচিবরা। পঞ্চায়েত দিবস উপলক্ষে রাজ্যের তরফে আরো একবার বকেয়া টাকার দাবি তুলবেন সুব্রত মুখোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchayat Day, PM Narendra Modi