#কলকাতা: ৫ মাস পেরিয়ে গিয়েছে, এখনও মেলেনি টাকা ৷ তাই শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ ৷ ভোগান্তি যাত্রীদের ৷শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম অনেকটাই নীচু ৷ ২০১৮ সালের ডিসেম্বরে প্ল্যাটফর্ম উঁচু করার সিদ্ধান্ত হয় ৷ সেই মতো টেন্ডার ডেকে কাজও শুরু হয় ৷ বরাত পায় একাধিক সংস্থা ৷ দিব্যি কাজ চলছিল ৷ কিন্তু ২০১৯-র জুন মাসে কাজ বন্ধ হয়ে যায় ৷ ঠিকাদারি সংস্থার অভিযোগ ছিল, কাজ করার পর প্রয়োজনীয় টাকা মেটানো হচ্ছে না ৷ জুলাই মাসের শেষে বকেয়া মেটানোর পর আবার কাজ শুরু হয় ৷ কিন্তু চলতি মাসে আবার একই অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ তাদের অভিযোগ, সেপ্টেম্বরের পর থেকে কোনও টাকা মেলেনি ৷ বারবার বকেয়া মেটানোর কথা জানানো হলেও লাভ হয়নি ৷ তাই বাধ্য় হয়ে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারি সংস্থা ৷এই টানাপোড়েনে বালিগঞ্জ, নুঙ্গি, পিয়ালি, গোচরণ সহ একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার উঁচু করার কাজ বন্ধ ৷ সবচেয়ে খারাপ অবস্থা বালিগঞ্জ স্টেশনে ৷ দক্ষিণ শাখার বহুযাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷কাজ বন্ধ ৷ স্টেশনের বাইরে পড়ে রয়েছে ঠিকাদারি সংস্থার ফেলে রেখে যাওয়া সামগ্রী ৷ প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বালি, সিমেন্ট, টাইলস ৷ তারই মধ্যে যাত্রীদের যাতায়াত ৷ কেউ হোঁচট খাচ্ছেন ৷ কেউ হুমড়ি খেয়ে মাটিতে পড়ছেন ৷ প্রত্যেক দিন যাতায়াত করেন স্বপন চৌধুরী ৷ তাঁর আবার হাঁটুর সমস্যা ৷ স্টেশনে সিঁড়ি ওঠানামা করতে এমনিতেই সমস্যা ৷ তারপর সমস্যা আরও বাড়িয়েছে প্ল্যাটফর্মের এহেন দশা ৷ মেয়েকে স্কুল-টিউশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকদিন বালিগঞ্জ স্টেশন ব্যবহার করেন পারমিতা পাল ৷ তিনি বলছেন, ট্রেন থেকে প্রায় লাফিয়ে প্ল্যাটফর্মে নামতে হয় ৷ বালিগঞ্জ স্টেশনের হকারদের বক্তব্য, বিভিন্ন সময় তাঁদের নামে প্ল্যাটফর্ম দখলের অভিযোগ ওঠে ৷ তাঁরা ডালা সরিয়ে নিয়েছেন ৷ কিন্তু যেজন্য দোকান সরালেন, সেই কাজই বন্ধ ৷নিয়ম বলছে লাইন থেকে প্ল্যাটফর্মের উচ্চতা কমপক্ষে ৮৪০ মিমি হওয়া উচিত ৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক প্ল্যাটফর্মের উচ্চতা সেখানে ৪৫৫ মিমি ৷ কোথাও আবার সেটা সামান্য় বেড়ে ৫০০ মিমি ৷ আবার কোথাও ৫৫০ মিমি ৷ শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা সরাসরি এই বিষয়ে মন্তব্য করতে নারাজ। যদিও কাজ বন্ধ থাকার বিষয়টি তাঁরা জানেন ৷ দফতরের এক আধিকারিকের বক্তব্য, পরিস্থিতি জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ মহলে। আর এই ফাইল চালাচালির মাঝে পড়ে ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদের ৷
ABIR GHOSHAL
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।