হোম /খবর /কলকাতা /
মেলেনি টাকা, বন্ধ শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন প্ল্যাটফর্ম উঁচু করার কাজ

মেলেনি টাকা, বন্ধ শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন প্ল্যাটফর্ম উঁচু করার কাজ

File Photo

File Photo

এর আগে জুলাই মাসে এই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর মাসে শেষবার টাকা পেয়েছেন ঠিকাদাররা।

  • Last Updated :
  • Share this:
#কলকাতা: ৫ মাস পেরিয়ে গিয়েছে, এখনও মেলেনি টাকা ৷ তাই শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ ৷ ভোগান্তি যাত্রীদের ৷শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম অনেকটাই নীচু ৷ ২০১৮ সালের ডিসেম্বরে প্ল্যাটফর্ম উঁচু করার সিদ্ধান্ত হয় ৷ সেই মতো টেন্ডার ডেকে কাজও শুরু হয় ৷  বরাত পায় একাধিক সংস্থা ৷ দিব্যি কাজ চলছিল ৷ কিন্তু ২০১৯-র জুন মাসে কাজ বন্ধ হয়ে যায় ৷ ঠিকাদারি সংস্থার অভিযোগ ছিল, কাজ করার পর প্রয়োজনীয় টাকা মেটানো হচ্ছে না ৷ জুলাই মাসের শেষে বকেয়া মেটানোর পর আবার কাজ শুরু হয় ৷ কিন্তু চলতি মাসে আবার একই অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয় ৷  তাদের অভিযোগ, সেপ্টেম্বরের পর থেকে কোনও টাকা মেলেনি ৷ বারবার বকেয়া মেটানোর কথা জানানো হলেও লাভ হয়নি ৷ তাই বাধ্য় হয়ে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারি সংস্থা ৷এই টানাপোড়েনে বালিগঞ্জ, নুঙ্গি, পিয়ালি, গোচরণ সহ একাধিক স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করার উঁচু করার কাজ বন্ধ ৷ সবচেয়ে খারাপ অবস্থা বালিগঞ্জ স্টেশনে ৷ দক্ষিণ শাখার বহুযাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন ৷কাজ বন্ধ ৷ স্টেশনের বাইরে পড়ে রয়েছে ঠিকাদারি সংস্থার ফেলে রেখে যাওয়া সামগ্রী ৷ প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বালি, সিমেন্ট, টাইলস ৷ তারই মধ্যে যাত্রীদের যাতায়াত ৷ কেউ হোঁচট খাচ্ছেন ৷ কেউ হুমড়ি খেয়ে মাটিতে পড়ছেন ৷ প্রত্যেক দিন যাতায়াত করেন স্বপন চৌধুরী ৷ তাঁর আবার হাঁটুর সমস্যা ৷ স্টেশনে সিঁড়ি ওঠানামা করতে এমনিতেই সমস্যা ৷ তারপর সমস্যা আরও বাড়িয়েছে প্ল্যাটফর্মের এহেন দশা ৷ মেয়েকে স্কুল-টিউশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকদিন বালিগঞ্জ স্টেশন ব্যবহার করেন পারমিতা পাল ৷ তিনি বলছেন, ট্রেন থেকে প্রায় লাফিয়ে প্ল্যাটফর্মে নামতে হয় ৷ বালিগঞ্জ স্টেশনের  হকারদের বক্তব্য, বিভিন্ন সময় তাঁদের নামে প্ল্যাটফর্ম দখলের অভিযোগ ওঠে ৷ তাঁরা ডালা সরিয়ে নিয়েছেন ৷ কিন্তু যেজন্য দোকান সরালেন, সেই কাজই বন্ধ ৷নিয়ম বলছে লাইন থেকে প্ল্যাটফর্মের উচ্চতা কমপক্ষে ৮৪০ মিমি হওয়া উচিত ৷  শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক প্ল্যাটফর্মের উচ্চতা সেখানে ৪৫৫ মিমি ৷ কোথাও আবার সেটা সামান্য় বেড়ে ৫০০ মিমি ৷ আবার কোথাও ৫৫০ মিমি ৷ শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা সরাসরি এই বিষয়ে  মন্তব্য করতে নারাজ। যদিও কাজ বন্ধ থাকার বিষয়টি তাঁরা জানেন ৷ দফতরের এক আধিকারিকের বক্তব্য,  পরিস্থিতি জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ মহলে। আর এই ফাইল চালাচালির মাঝে পড়ে ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদের ৷
ABIR GHOSHAL
Published by:Elina Datta
First published:

Tags: Platform Maintaing, Rail and contractor conflict, Sealdah, Sealdah south