Home /News /kolkata /
মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

File Photo

File Photo

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ব্রিজ দুর্ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে ৷ মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়ার কারণ কী? ব্রিজ সংস্কারের কত টাকা বরাদ্দ? রাজ্যের বাকি ব্রিজের কী অবস্থা? সেই সমস্ত তথ্য চেয়েই জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে ৷ মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় সেই জনস্বার্থ মামলার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

  ৪০ বছরের পুরোনো ব্রিজ ৷ যেটি গতকাল বিকেল ৪ টের সময় তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ বাস, মিনিবাস, অ্যাপ ক্যাব মুখ থুবড়ে পড়ে ব্রিজের নিচে ৷ গতকাল থেকেই চলছে উদ্ধারকাজ ৷ ব্রিজ ভেঙে এখনও অবধি একজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তিনি বেহালার বাসিন্দা ৷ সিপি-র নির্দেশে আলিপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ এর পাশাপাশি আরও বেশ কয়েকজনের খোঁজ মেলেনি এখনও অবধি ৷ এদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের উদয় দে এবং গৌতম মণ্ডল ৷ মেট্রোরেলে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি ৷

  জরুরি ভিত্তিতে কাল বা পরশু ব্রিজ মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে ৷

  জানা গিয়েছে, গত মে মাসেই ব্রিজ সংস্কারের কথা ছিল ৷ মাঝেরহাট ব্রিজ সংস্কারে বরাদ্দ হয় ৷ ২ কোটি ৮১ লক্ষ ২৬ হাজার টাকা ৷ ব্রিজ সংস্কারে টাকা বরাদ্দ করে পূর্ত দফতর ৷ ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন পিডব্লুউডডি আলিপুর বিভাগ ৷ ব্রিজ সংস্কারের কাজ কেন হয়নি ? তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে ৷

  First published:

  Tags: Kolkata Highcourt