• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আইন-শৃঙ্খলার অবনতির জেরে বন্ধ পেট্রোল পাম্প, কাল রাস্তায় নামবে না ৩,০০০ বাস

আইন-শৃঙ্খলার অবনতির জেরে বন্ধ পেট্রোল পাম্প, কাল রাস্তায় নামবে না ৩,০০০ বাস

আগামীকাল অথার্ৎ বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে স্বভাবতই চরম সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷

আগামীকাল অথার্ৎ বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে স্বভাবতই চরম সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷

আগামীকাল অথার্ৎ বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে স্বভাবতই চরম সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: নিশানায় কালো টাকা। দেশের অর্থনীতিতে আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে যাচ্ছিল জাল টাকার বাড়বাড়ন্ত। অবস্থা চরমে ওঠায় কালো টাকা বন্ধে অভিযানে কেন্দ্র। কেন্দ্রের দাবি, কালো টাকা মুক্ত অর্থনীতিতে গতি পাবে উন্নয়ন। রাজ্যগুলির হাতে থাকবে বাড়তি টাকা।

  আরও পড়ুন

  নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর রাস্তায় মিলল কয়েক কোটি ছেঁড়া নোট

  মঙ্গলবার মোদির ভাষণের পর দেশের চিত্রটাই বদলে গিয়েছে ৷ গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু কয়েকটি জায়গায় ছাড় দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে ৷ পেট্রোল পাম্পগুলিতে পুরনো নোট ১১ তারিখ পর্যন্ত নেওয়া হবে বলে জানিয়েছিল কেন্দ্র ৷ এই ঘোষণার পর থেকেই পেট্রোল পাম্পগুলির সামনে গাড়ির লাইন পড়ে যায় ৷ পেট্রোল পাম্পগুলি টাকা নিলেও খুচরো দিতে অস্বীকার করেন তারা ৷ তাদের দাবি এত মানুষকে খুচরো দেওয়ার মতো ১০০ টাকার নোট তাদের কাছে নেই ৷ তাই অনেক জায়গায় তেল দেওয়া নিয়েও বচসা শুরু হয়া যায় ৷ কিছু জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা দেখা গিয়েছে ৷

  আরও পড়ুন

  অতিরিক্ত কাউন্টার খোলার পাশাপাশি অতিরিক্ত সময়ের জন্য খোলা থাকবে ব্যাঙ্ক

  এর জেরে আগামীকাল অথার্ৎ বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত পেট্রোল পাম্পগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে স্বভাবতই চরম সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷ তেলের অভাবে কাল শহরে অনেক কম গাড়ি ও বাস চলবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ফলে নিত্যযাত্রীদের হয়রানির মুখে পড়তে হতে পারে ৷ তেলের অভাবে কাল কলকাতা, হাওড়া ও হুগলিতে প্রায় ৩,০০০ সরকারি বাস কম চলবে  ৷ কাল নামবে না প্রায় ৩,০০০ বাস ৷ এদিন এমনটাই জানিয়েছে বাস সংগঠনগুলি ৷ এতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে ৷ কেন্দ্রের হঠাৎ সিদ্ধান্তে আখেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকেই।

  আরও পড়ুন

  ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে কতটা তৈরি ব্যাঙ্কগুলি ?

  First published: