হোম /খবর /দেশ /
বারাসাত লোকালে মদ্যপানের পর এবার চলন্ত ট্রেনে আরও ভয়ঙ্কর কাণ্ড

বারাসাত লোকালে মদ্যপানের পর এবার চলন্ত ট্রেনে আরও ভয়ঙ্কর কাণ্ড

করোনা ভাইরাসের কারণে এমনিতেই ট্রেন যাত্রীর সংখ্যা কম, সঙ্গে নজরদারিও , সেই সুযোগ নিয়ে যুবকের এমন নিয়মভঙ্গের খেলা দেখলেন দক্ষিণ পূর্ব শাখার লোকাল ট্রেনের যাত্রীরা ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কয়েকদিন আগেই  শিয়ালদা থেকে বারাসাত লোকালে বসে মদ্যপানের ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছিল ইস্টার্ন রেল কর্তৃপক্ষ| মদ্যপান না হলেও এবার চলন্ত ট্রেনে দাঁড়িয়ে ধূমপানের ছবি ধরা পড়ল |

শনিবার দুপুরে  ডাউন মেচেদা লোকাল টিকিয়াপাড়া স্টেশন ছাড়তেই বিপদজনক ভাবে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের সুখটানে ব্যস্ত যুবক | করোনা ভাইরাসের কারণে এমনিতেই ট্রেন যাত্রীর সংখ্যা কম, সঙ্গে নজরদারিও , সেই সুযোগ নিয়ে যুবকের এমন নিয়মভঙ্গের খেলা দেখলেন দক্ষিণ পূর্ব শাখার লোকাল ট্রেনের যাত্রীরা ৷

ঘটনার বিষয়টি ইতিমধ্যেই নজরে এসেছে দক্ষিণ পূর্ব শাখার অধিকারিকদের , রেলের দাবি এই যুবককে খুঁজে বার করা হবে এই ছবি দেখে নজরদারি করা হবে, তবে ট্রেনের যাত্রীরা যারা সেই কামরায় ছিল তাদের প্রতিবাদ করা উচিত ছিল বা হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার পর আর পি এফ কে জানানো উচিত ছিল, এই যুবকের ধুমপানরত অবস্থায় ছবি তোলার জন্য সেই যাত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন | এই যুবকের ছবি আরপিএফ ও বিভিন্ন স্টেশনের জিআরপি পুলিশকে দেওয়া হবে | প্রয়োজনে এই যুবকের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেওয়া হবে |

Debashis Chakraborti

Published by:Elina Datta
First published:

Tags: People smoking, Train