corona virus btn
corona virus btn
Loading

আজ মহাঅষ্টমী, সকাল থেকেই অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়

আজ মহাঅষ্টমী, সকাল থেকেই অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়
Representational Image

আজ মহাঅষ্টমী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷

  • Share this:

#কলকাতা: আজ মহাঅষ্টমী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷ দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই ঠাকুর দেখতে পড়েছে বহু মানুষ ৷ পুজো উদ্যোক্তাদের আশা, অষ্টমীর ভিড় সপ্তমীর ভিড় কেউ ছাপিয়ে যাবে।

এদিন বেলুড়মঠে কুমারী পুজো হয় ৷ ভোর থেকেই বেলুরমঠে দর্শনার্থীদের ভিড় ৷ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বেলুড়মঠ ৷ সকাল থেকে বেলুড় মঠে ভক্ত সমাগম ৷ অষ্টমীর পুজো দেখতে ভিড় মানুষের ৷ সকাল ৯টায় শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো ৷ আজ প্রায় ১ লক্ষ ভক্ত সমাগম হবে, দাবি বেলুড় মঠ কর্তৃপক্ষের ৷ স্থলপথে-জলপথে কড়া নিরাপত্তা ৷ স্পিডবোটে জলপথে নজর পুলিশের ৷

ধূপ প্রদীপের ধোঁয়া, ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টায় ভরে উঠেছে দুর্গা মণ্ডপ ৷ উৎসবের মুডে তিলোত্তমা ৷ বৃষ্টি আর ভিড় এড়াতে সকাল থেকেই চলছে মন্ডপ পরিদর্শন৷ যত রাত বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে ভিড় ৷ পরিস্থিতি সামাল দিতে গোটা শহরে মোতায়েন কয়েক হাজার পুলিশ ৷

First published: September 28, 2017, 9:32 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर