#কলকাতা: নাচ, গানে পরিবেশ সচেতনতার বার্তা পরিবেশপ্রেমীদের। শহরের এক পাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওঁরা কেউ শিল্পী, কেউ পরিবেশবিদ, কেউ বা নিছকই ভালোবেসে এগিয়ে এসেছেন। পরিবেশ বাঁচাতে ওরা সকলে একসঙ্গে কাজ করছেন। ইভেন্টের নাম অক্সিজেন। শনিবার কলকাতার এক পাবে জড়ো হয়েছিলেন পরিবেশপ্রেমীরা। উদ্দেশ্য, পরিবেশ দূষণ রুখতে মানুষকে সচেতন করা।
পরিবেশ নিয়ে কাজ করাই তাঁর নেশা। পরিবেশপ্রেমের নেশাকেই পেশা করার পরামর্শ অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পোলিন লাহাভোহার।পরিবেশ নিয়ে শুধু আলোচনা নয়, নাচে, গানেও আসর জমল।
তরুণ প্রজন্মকে টানতেই এই অভিনব উদ্যোগ৷ প্লাস্টিক নয়, পরিবেশবান্ধব নানা উপকরণ দিয়েই ওঁরা তৈরী করেছেন নানা জিনিস। অনুষ্ঠানে সেসব কেনাবেচার ব্যবস্থাও ছিল।পরিবেশ রক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। বিপুল সাড়া পেয়ে খুশি অনুষ্ঠানের উদ্যোক্তারাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awareness, Environment