corona virus btn
corona virus btn
Loading

আজ মহানবমী, মেঘলা আকাশ মাথায় করেই জমজমাট উৎসব

আজ মহানবমী, মেঘলা আকাশ মাথায় করেই জমজমাট উৎসব
Maha Nabami

আজ শুক্রবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।

  • Share this:

#কলকাতা:  আজ শুক্রবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে চলছে বিশেষ পুজো। চালকুমড়ো বলির পাশাপাশি হবে যজ্ঞও ৷

চোখে এখনও উত্‍সবের রেশ ৷ আজই তো আনন্দের শেষ দিন ৷ তারপরেই তো আবার ফের ফেরা সেই একঘেয়ে জীবনে ৷ আজ যে মহানবমী ৷ সকালবেলার রোদ্দুরটাও কেমন যেন মন খারাপের গোধূলির ৷ অষ্টমীতে সবাই ছিল রাতজাগা তারা ৷ প্যান্ডেলের গায়ে, আলোর মালায়, সন্ধিপুজোয়, সঙ্গিনীর হাতে আলতো চাপে, ফুচকার জলে, দুষ্টুমির ভেঁপুতে, আলতো-শিশির ঘাসেও কখন যে খেলা ভাঙার সুর বেজে গিয়েছে ৷ পাড়ার প্যান্ডেলে আজও রকবাজি চলছে ৷ সন্ধের উড়নচণ্ডী মন ফের তার হাত ধরে দেবে একছুট. বহুদিনপর একটা রি-ইউনিয়ন হবে ৷ রাত নামবে. আসবে নবমীর নিশি, সেটাই অমোঘ সত্য!অচিনপুরের হাওয়ায় হারাচ্ছে মন ৷ রাত পোহালেই ঘরে ফিরবেন উমা. উদযাপনের শেষবেলায় তাই যত তোড়জোড়. রাত ফুরোলেই যে ফের সাদামাটা একঘেয়ে জীবন ৷ তাই উৎসবের স্পিরিটটা আজ ধরেই রাখুন ৷ বালিগঞ্জের দুর্গা বাড়িতে সন্ধ্যে আরতি দেখা বা ম্যাডক্স স্কোয়ারে বন্ধু-আত্মীস্বজনদের সঙ্গে আড্ডা ৷

First published: September 29, 2017, 11:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर