#কলকাতা: চলন্ত গাড়ি তোয়াক্কা করার নাম নেই। বাসের ফাঁক দিয়েই অবাধে রাস্তা পেরোচ্ছেন সাইকেল আরোহীরা। চিংড়িহাটার দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তা সত্ত্বেও ফেরেনি হুঁশ। ইটিভি নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল ট্রাফিক আইন না মানার ছবি। সাইকেল আরোহীরা দুষছেন ট্রাফিক ব্যবস্থাকেই। আজ এলাকা পরিদর্শনে যাচ্ছে পুলিশ ও কেএমডিএ-র আধিকারিকরা।
(৩ ফেব্রুয়ারি, ২০১৮) বাসের চাকায় পিষ্ট দুই কলেজ পড়ুয়া। সাড়ে চার ঘণ্টা ধরে উন্মত্ত জনতার তাণ্ডব। বাসে আগুন, ভাঙচুর, ইটবৃষ্টি। দফায় দফায় অবরোধ। শনিবার রণক্ষেত্র হয়ে ওঠে চিংড়িহাটা মোড়।
দুর্ঘটনার পরেও অবশ্য চিংড়িহাটার ছবিটা বদল হয়নি। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বেলেঘাটা ক্রসিং-এর দিকে পার হচ্ছেন সাইকেল আরোহীরা। ইটিভি নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই বেনিয়মের ছবি।
কিন্তু শনিবারের দুর্ঘটনার পরেও কেন ঝুঁকির পারাপার? পথচারীদের উত্তরে আবারও স্পষ্ট হল মাত্রাছাড়া উদাসীনতা।
সিগন্যাল কখন সচল, কখন অচল, তা বোঝাই দায়। ইটিভি নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল বেহাল ট্রাফিক ব্যবস্থারও ছবি।
দুর্ঘটনার পরই ওই এলাকায় আন্ডারপাস বা ফুটওভার ব্রিজের দাবি ওঠে। রবিবার এলাকায় যান ডিসি ট্রাফিক। দুর্ঘটনা রুখতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন তিনি।
দুর্ঘটনা রুখতে বিকল্প প্রস্তাব ------------------------- - পথচারীদের জন্য আলাদা রাস্তা - সাইকেল, বাইকের জন্য আলাদা রাস্তা - ফুটব্রিজ ও আন্ডারপাস তৈরির প্রস্তাব - খালের উপর ব্রিজের দৈর্ঘ্য বাড়ানো - বিশ্ববাংলা সরণির সিগন্যাল পিছনোর প্রস্তাব - সল্টলেক সেক্টর ফাইভের দিকে পিছনোর প্রস্তাব - সোমবার এই প্রস্তাবগুলি নিয়ে বৈঠক বাইট- সুমিত কুমার, ডিসি ট্রাফিক
রাজ্যজুড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে প্রচার জোরদার চললেও দুর্ঘটনায় মৃত্যু অব্যাহত। তারপরেও ঝুঁকি নিচ্ছেন মানুষ। ট্রাফিক ব্যবস্থাতেও চোখে পড়ছে গলদ। কবে ফিরবে হুঁশ? তা সময় বলবে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।