#কলকাতা: গাফিলতির অভিযোগে কিশোরের মৃত্যু ঘিরে রণক্ষেত্র ঠাকুরপুকুর ইএসআই হাসপাতাল। আজ সকালে মৃত্যু হয় তারাতলার বাসিন্দা বিবেক সরকারের। অভিযোগ, চিকিৎসা শুরু হতেই অনেক দেরি হয়। ঘটনার জেরে আইসিইউ ও জরুরি বিভাগে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় তিন জনকে।
রবিবার সকালে ঠাকুরপুকুর হাসপাতালে ভরতি করা হয়েছিল তারাতলার বাসিন্দা বিবেক সরকারকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বছর তেরোর ওই কিশোরের। এই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
মৃতের আত্মীয়দের অভিযোগ, শুক্রবার থেকে অসুস্থ ছিল বিবেক। তাকে হাসপাতালে আনা হলেও ভ্রূক্ষেপ করেননি চিকিৎসক ও নার্সরা। রবিবারও সেই ঘটনা ঘটে।
গাফিলতির অভিযোগে কিশোরের মৃত্যু ঘিরে রণক্ষেত্র ঠাকুরপুকুর ইএসআই হাসপাতাল। আজ সকালে মৃত্যু হয় তারাতলার বাসিন্দা বিবেক সরকারের। অভিযোগ, চিকিৎসা শুরু হতেই অনেক দেরি হয়। ঘটনার জেরে আইসিইউ ও জরুরি বিভাগে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। পরিস্থিতি আয়ত্তে আনতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় তিন জনকে।
রবিবার সকালে ঠাকুরপুকুর হাসপাতালে ভরতি করা হয়েছিল তারাতলার বাসিন্দা বিবেক সরকারকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বছর তেরোর ওই কিশোরের। এই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
মৃতের আত্মীয়দের অভিযোগ, শুক্রবার থেকে অসুস্থ ছিল বিবেক। তাকে হাসপাতালে আনা হলেও ভ্রূক্ষেপ করেননি চিকিৎসক ও নার্সরা। রবিবারও সেই ঘটনা ঘটে।