হোম /খবর /কলকাতা /
জাঁকজমক নয়, পুজোর বাজেট কমিয়ে টিকা কিনতে চান পার্থ! সাড়া দেবে বাকিরা?

Partha Chatterjee: জাঁকজমক নয়, পুজোর বাজেট কমিয়ে টিকা কিনতে চান পার্থ! সাড়া দেবে বাকিরা?

পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায় ।

নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম কী হবে, তা নিয়ে পুজোর কয়েক মাস আগে থেকেই চর্চা শুরু হয়ে যায় (Partha Chatterjee)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: শহরের অন্যতম বিগ বাজেট দুর্গা পুজো করে নাকতলা উদয়ন সংঘ৷ যে পুজো রাজ্যের শিল্পমন্ত্রী এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবেই পরিচিত৷ কিন্তু এবার নিজের পাড়ার পুজোয় জাঁক জমকের বিরোধী পার্থ বাবু নিজেই৷ করোনা অতিমারির পরিস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে মা দুর্গার আবাহন চান না পার্থ বাবু৷ বরং পুজোর বাজেট কাটছাঁট করে সেই অর্থ গরিব মানুষের জন্য টিকা কিনতে ব্যয় করার পক্ষে৷ শহরের অন্যান্য বিগ বাজেট পুজোর উদ্যোক্তাদেরও একই পরামর্শ দিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা৷

নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম কী হবে, তা নিয়ে পুজোর কয়েক মাস আগে থেকেই চর্চা শুরু হয়ে যায়৷ ব্যয় বহুল মণ্ডপ, অভিনব ভাবনা ফুটিয়ে তোলা থেকে শুরু করে সেলিব্রিটিদের দিয়ে পুজোর প্রচার, নাকতলা উদয়ন সংঘের পুজোয় কোনও আয়োজনেরই অভাব থাকে না৷ নামী এই পুজোয় অভাব থাকে না বিজ্ঞাপণ, স্পন্সরদের৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত কিছুরই বিরোধী পার্থ চট্টোপাধ্যায়৷ নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত বাকি কর্মকর্তাদেরও তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যের শিল্প মন্ত্রী৷

এ দিন বিধানসভায় তিনি বলেন, বড় পুজো এবার করতে পারব না৷ নাকতলা উদয়ন সংঘের সদস্যদেরও এ কথা জানিয়ে দিয়েছি৷ বাকিরা কে কী করবে আমি জানি না, কিন্তু বড় পুজোয় আমি নেই৷

তবে শুধু নিজের ক্লাব নাকতলা উদয়ন সংঘই নয়, অন্যান্য পুজো কমিটিগুলিকেও একই পরামর্শ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর পরামর্শ, সরাসরি টিকা কিনতে না পারলেও দুঃস্থ মানুষের জন্য টিকা কিনতে কোনও স্বীকৃত সংস্থার সাহায্য নিতে পারে পুজো কমিটিগুলি৷ তাঁর আবেদন, 'পুজো ছোট করে বাড়তি অর্থ বরং করোনা মোকাবিলায়, দুঃস্থ মানুষের জন্য খরচ করুন৷'

গত বছরও করোনার কারণে বহু বড় পুজো কমিটিই আয়োজনে কিছু কাটছাঁট করেছিল৷ এবারেও পুজোর সময়ে শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে এখনও অনিশ্চয়তায় অধিকাংশ পুজো কমিটির কর্তারা৷ রাজ্য মন্ত্রিসভার আরও অনেক সদস্য এবং তৃণমূল নেতারা শহরের বিগ বাজেট পুজোর সঙ্গে যুক্ত৷ ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী, সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়া এভারগ্রিন বা অরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত সুরুচি সংঘ শেষ পর্যন্ত পার্থ বাবুর আবেদনে সাড়া দেয় কি না, সেটাও দেখার৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Partha Chatterjee, TMC