#কলকাতা: আদালতের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার কথা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। নিয়ে আসার আগে থেকেই ছিল পুলিশি তৎপরতা৷ ঠাকুরপুকুর থানার পুলিশ চারদিক থেকে গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছিল। নিরাপত্তায় মোতায়েন ছিল ১৪ জনের কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের আগে থেকে ১৫টি ওষুধ চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের উচ্চ রক্তচাপ, সিওপিডি রয়েছে বলে তাঁর ব্যক্তিগত ডাক্তার দাবি করলেও ভুবনেশ্বর এইমসে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক ধরা পড়ে। বুধবার পুনরায় পার্থ চট্টোপাধ্যায়ের ইসিজি, রক্তের নমুনা সংগ্রহ, ব্লাড সুগার পরীক্ষা হয়। মোট ৭ জন চিকিৎসকের একটি দল মঙ্গলবার শারীরিক পরীক্ষা করে দেখেন। ঝুঁকির কিছু ধরা পড়েনি৷
রবিবার ইএসআই হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার সময় রাস্তায় ছোট্ট একটি চোট পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই জায়গাটি একটু ড্রেসিং করে দেন ডাক্তার। তবে অর্পিতার শরীরে সে রকম কোনো অসুস্থতা ধরা পড়েনি বলে হাসপাতাল সূত্রে খবর। অবশ্য হাসপাতালে আসার সময় পার্থ চট্টোপাধ্যায়কে যথেষ্ট বিমর্ষ দেখাচ্ছিল। দু'ঘণ্টা ধরে চিকিৎসার পর ইডি এবং কেন্দ্রীয় বাহিনী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে আবার সিজিও কমপ্লেক্স এ ফিরিয়ে নিয়ে গেছে। তবে দুজনকে জিজ্ঞাসাবাদ এখনো চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন : গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যেতেন পার্থ- অর্পিতাকে! ইডি নজরে বেহালার ব্যবসায়ী
এ দিন জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ সেখানেই ঢোকার সময় তাঁকে সংবাদিকরা প্রশ্ন করেন, 'পার্থদা, আপনি কি মন্ত্রিত্ব ছাড়বেন?' জবাবে রাজ্যের শিল্প মন্ত্রী পাল্টা বলেন, 'কারণ কী?' সংক্ষিপ্ত এই জবাবেই পার্থ বুঝিয়ে দিলেন, ইডি-র হাতে গ্রেফতার হলেও মন্ত্রিত্ব ছাড়ার কথা ভাবছেন না তিনি৷
আরও পড়ুন: বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকল ইডি, তল্লাশি চলছে বালিগঞ্জেও
গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের ব্যবহৃত একটি গাড়ি বিধানসভায় ফেরত আসে৷ পরিষদীয় মন্ত্রী হিসেবে সরকারি ওই গাড়ি ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ফেরত আসার পর জল্পনা ছড়ায়, তবে কি মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিতে চলেছেন তৃণমূলের মহাসচিব? বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়ে দেন, গাড়ি ফেরত পাঠানোর কোনও নির্দেশ দেওয়া হয়নি৷
Shanku Satraনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Partha Cahtterjee