#কলকাতা: আগামিকাল পর্যন্ত স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এসএলএসটি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রীকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ৷ সেই নির্দেশের উপরেই আগামিকাল পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷
রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশের পরই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ জরুরি শুনানিরও আবেদন জানান আইনজীবী সপ্তর্ষি বসু৷
আরও পড়ুন: সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে, পার্থকে নির্দেশ দিল হাইকোর্ট
সেই আবেদনের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট৷ বিচারপতি সুব্রত তালুকদার নির্দেশ দিতে গিয়ে বলেন, 'কাল পর্যন্ত সিবিআই-এর হাত বেঁধে দিলাম৷'
শুধু এসএলএসটি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নয়, এসএসসি নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের যাবতীয় নির্দেশ ও প্রক্রিয়ার উপরে কাল পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায়,'সিবিআই কাল পর্যন্ত কোনও এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে না। দুটো সমান্তরাল প্রক্রিয়া চলতে পারেনা।' বিচারপতি তালুকদারের মতে, সিবিআই তদন্ত চলবে আবার বিচারবিভাগও তার কাজ করে যাবে, এই দু'টি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে না৷আ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Partha Chatterjee