Home /News /kolkata /
Partha Chatterjee Jail Life: মাটিতে ঘুম এলো না, সকালে কাঁদো কাঁদো অবস্থা! অবশেষে জেলে খাট পেলেন পার্থ

Partha Chatterjee Jail Life: মাটিতে ঘুম এলো না, সকালে কাঁদো কাঁদো অবস্থা! অবশেষে জেলে খাট পেলেন পার্থ

জেলে বিনিদ্র রাত কাটালেন পার্থ৷

জেলে বিনিদ্র রাত কাটালেন পার্থ৷

সকালে প্রাতঃরাশে চা এবং পাউরুটি খান তিনি৷ দুপুরে ভাত খাওয়া পছন্দ নয় পার্থর৷ তাই দুপুরেও চা- পাউরুটিই চেয়ে নেন তিনি৷ 

  • Share this:

#কলকাতা: অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর পার্থকে রাখা হয়েছিল পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে৷ ছোট্ট সেই সেলে নিয়ম মতো রাতে শোয়ার জন্য চারটি কম্বল পেয়েছিলেন পার্থ৷ কিন্তু প্রত্যাশিত ভাবেই রাতে সেই বিছানায় শুয়ে ঘুম আসেনি প্রাক্তন মন্ত্রীর৷

জেল সূত্রের খবর, স্থূলতার কারণেই মাটিতেও বসা কষ্টকর পার্থর পক্ষে৷ অথচ সেলে খাট তো দূরে থাক, কোনও চেয়ারও ছিল না৷ কিন্তু সেলের শৌচাগারে ছিল কমোড৷ সূত্রের খবর, রাতের বাকি সময়টুকু সেই কমোডের উপরে বসেই কাটাতে হয় একদা দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীকে৷

আরও পড়ুন: রাতে না খেয়েই ঘুম, জেলে থম মেরে গিয়েছেন অর্পিতা! অনুশোচনা নয়, মত মনোবিদের

এ দিন সকাল থেকেই তাই খাটের জন্য জেল কর্তৃপক্ষের কাছে কার্যত অনুনয় বিনয় করেন প্রাক্তন মন্ত্রী৷ সকালে প্রাতঃরাশে চা এবং পাউরুটি খান তিনি৷ দুপুরে ভাত খাওয়া পছন্দ নয় পার্থর৷ তাই দুপুরেও চা- পাউরুটিই চেয়ে নেন তিনি৷

জেল সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃরাশ সেরে একবারই সেলের বাইরে আসেন পার্থ৷ হেঁটে গিয়ে নিজের আইনজীবীর সঙ্গে দেখা করেন তিনি৷ এর পর জেলের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করতে আসেন৷ তখনই রাতে ঘুমোতে না পারার কথা চিকিৎসকদের জানান পার্থ৷ বলা ভাল, বিনিদ্র রাতের বর্ণনা দিয়ে তাঁকে খাট দেওয়ার জন্য কার্যত কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শেই তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেন জেল কর্তৃপক্ষ৷

শুক্রবারই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলে নিয়ে আসার পরই জেল  হাসপাতালে যেতে চান পার্থ৷  কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় সেই অনুমতি দেননি চিকিৎসকরা৷ এর পরে সেলেই পাঠানো হয় তাঁকে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Arpita Mukherjee, Partha Chatterjee, SSC Scam

পরবর্তী খবর