একদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি টাকা৷ অন্যদিকে বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে চুরির অভিযোগ। ঘটনার আরও এক নাটকীয় মোড়৷
স্থানীয় সূত্রে খবর, বাগানবাড়ির উল্টো দিকের বাসিন্দারা রাত দেড়টা নাগাদ হঠাৎ আওয়াজ শুনতে পান। স্বামী-স্ত্রী দুজনেই বাইরে বেরিয়ে এসে দেখেন জনা তিন-চারেক বস্তা করে কিছু নিয়ে যাচ্ছেন। সঙ্গে ছিল একটি গাড়িও। বাড়ির বাইরে একটি ছোট গ্যাস সিলিন্ডার পড়ে থাকত দেখা যায়। আতঙ্কে তাদের না ধরলেও সকালে উঠে বাসিন্দারা দেখেন বাগান বাড়ির ভেতরের দরজা খোলা অবস্থায় রয়েছে। মনে করা হচ্ছে চুরি গিয়েছে কিছু নথি৷
আরও পড়ুন: সাত সকালে নন্দীগ্রামে সিবিআই হানা, ৩ তৃণমূল নেতার খোঁজ! তোলপাড় বাংলাঘটনার খবর পেয়ে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে প্রশ্ন উঠছে একাধিক৷ প্রথমত, এতদিন কোনও কিছু চুরি গেল না, তাহলে গতকালই কেন? তাহলে কি সরিয়ে ফেলা হল কোনও তথ্য৷ নাকি এটা নিছকই চুরি৷ আবার কি পর্দা উঠবে নতুন কিছুর? প্রশ্ন তুলছেন রাজনীতির কারবারিরা৷
আরও পড়ুন: উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকার উৎস কী? আর কোথায় টাকা? সকাল থেকে জেরা শুরু অর্পিতাকেশুধু তাই নয়, জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। অর্পিতা মুখোপাধ্যায় আরও জানান, আমি জানতাম না এত টাকা আছে ফ্ল্যাটে। ইডি সূত্রে খবর, শুরুর দিকে অসহযোগিতা করলেও এখন তদন্তে অনেকটাই সহযোগিতা করছেন অর্পিতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Partha Cahtterjee