#কলকাতা : এসএসসি তদন্তে বিপুল টাকার উৎস নিয়ে এখনও ধোঁয়াশায় ইডির কেন্দ্রীয় তদন্তকারী দলের গোয়েন্দারা। রাতভোর জিজ্ঞাসাবাদ চলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। কিন্তু টাকা নিয়ে এখনও কোনও সদুত্তর দেননি কেউই। এরইমধ্যে ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্য (Partha Chatterjee Arpita Mukherjee Update)।
একদিকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সংবাদ মাধ্যমে যাই বলুন না কেন ইডির সামনে দিয়েছেন মুখে কুলুপ, অন্যদিকে অর্পিতাও এদিন দাবি করেছেন টাকার অস্তিত্ব নিয়ে কোনওরকম কিছুই জানতেন না বলে। এরইমধ্যে তদন্তে উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই অভিজিৎ ভট্টাচার্যের নাম (Partha Chatterjee Arpita Mukherjee Update)। প্রশ্ন উঠছে কী যোগ তাঁর এই টাকার সঙ্গে। তদন্তে আরও কিছু তথ্য উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চালিয়ে। এমনটাই খবর ইডি সূত্রে।
এরইমধ্যে মঙ্গলবার সকালেই ফের সল্টলেকের ই ডি দফতর থেকে ই ডি আধিকারিকদের চারটি দল রেড করতে বেরিয়ে পরে। ইডির নজরে এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই অভিজিৎ ভট্টাচার্য। তিনি বর্তমানে আমেরিকায় থাকেন। ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য মিলেছে। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একটি ডায়েরি প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই ও সেই ডায়েরির হাতের লেখা এখন ইডির নজরে। ডায়েরির হাতের লেখা কার তা নিয়ে উঠেছে প্রশ্ন।
অনুপ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee, Partha Chatterjee, SSC