• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ফানুস ওড়ানোয় বাড়ছে সমস্যা, বিমানবন্দর এলাকায় নিষেধাজ্ঞা লন্ঠনে

ফানুস ওড়ানোয় বাড়ছে সমস্যা, বিমানবন্দর এলাকায় নিষেধাজ্ঞা লন্ঠনে

নিজস্ব চিত্র ৷

নিজস্ব চিত্র ৷

বিপত্তি এড়াতে বিমানবন্দর লাগোয়া এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ হয়েছে।

 • Share this:

  #কলকাতা: বিমান ওঠানামায় সমস্যা। যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। বিপত্তি এড়াতে বিমানবন্দর লাগোয়া এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ হয়েছে। লেজার লাইট জ্বালানোতেও নিষেধাজ্ঞা জারি। তবে নির্দেশ কার্যকর করানোটাই এখন পুলিশের কাছে চ্যালেঞ্জ। দীপাবলির আকাশে ফানুসের ভিড়। আপাত নিরীহ এই কাগজের লণ্ঠনই কিনা মাথাব্যথার কারণ! বিমান ওঠানামার সমস্যার জেরে তিরিশে অক্টোবর থেকে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে বিধাননগর কমিশনারেট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর পর্যন্ত ফানুস ওড়ানো যাবে না। জ্বালানো যাবে না লেজার লাইটও।

  বিমানবন্দরের আইনেও বলা হয়েছে -বিমানবন্দরের ৬ কিমির মধ্যে ফানুস ওড়ানো নিষিদ্ধ -(শুধু তাই নয়) অতিরিক্ত এমন আলো যা পাইলটকে অসুবিধায় ফেলে তাও নিষিদ্ধ গতবছর দীপাবলির সময় ব্যাঙ্কক ও দিল্লি থেকে কলকাতাগামী দুই বিমানের চালক সমস্যায় পড়েছিলেন। -ফানুসের জেরে বিমান নামানোয় সমস্যায় পড়েন পাইলটরা -সমস্যার কথা তাঁরা এটিসিকে জানান -চলতি বছর বিধাননগর কমিশনারেটকে চিঠি দেয় এটিসি -(এরপরই) নারায়ণপুর, বাগুইআটি, এয়ারপোর্ট ও এনএসসিবিআই থানায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা (জারি হয়) -(একইসঙ্গে) দমদম, উত্তর দমদম ও মধ্যমগ্রাম পুরসভাকেও নজরদারি চালাতে বলা হয় ফানুসের মতোই সমান বিপজ্জনক লেজার বিম। বিমানবন্দরের আশেপাশে বিভিন্ন এলাকায় অনুষ্ঠান বাড়িতে লেজার বিম ব্যবহার করা হচ্ছে। যাতে সমস্যায় পড়ছেন পাইলটরা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানাগুলির তরফে অভিযান চলছে। বাজেয়াপ্ত হয়েছে একাধিক ফানুস। তবে বিমানবন্দরের কর্তারা বলছেন, কালীপুজোর দিন কতটা নিয়ন্ত্রণ করতে পারা যাবে, তার ওপরই নির্ভর করছে কতটা কার্যকর হল নিষেধাজ্ঞা।

  First published: