#কলকাতা: বাংলার সাফল্যে কাড়তেই চক্রান্ত করছে কেন্দ্র, অভিযোগ পঞ্চায়েত মন্ত্রীর ৷ কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে জোট বাঁধতে এবার অন্যান্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীদের চিঠি দিলেন সুব্রত মুখোপাধ্যায়। ৫০ শতাংশ ব্যয়ভার বহনের পরেও কেন শুধু প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নামকরণ হবে ? এই নিয়ে রীতিমত প্রশ্ন তুলে সুব্রতর দাবি, সড়ক যোজনার নাম হোক 'প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী গ্রাম সড়ক যোজনা'। পাশাপাশি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি মূল্যায়নপর্ব শেষ করে নতুন রাস্তা নির্মাণের কৃতিত্ব থেকে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র বলে ক্ষোভ সুব্রত মুখোপাধ্যায়ের।
গ্রামীণ রাস্তা নির্মাণে দেশে সেরার পুরস্কার পেয়েছিল রাজ্য। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ, ভালো কাজ সত্ত্বেও এবার কেন্দ্রীয় সরকারের জটিলতায় থমকে সেরার স্বীকৃতি।
১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদনের পরে নতুন আরও ২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন পেয়েছিল রাজ্য। মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যেই অধিকাংশ এলাকায় ৭৫ থেকে ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী কাজের মূল্যায়নের সময় মার্চ মাসে। অথচ অর্থবর্ষ শেষ হওয়ার দুমাস আগেই কাজের মূল্যায়ন সেরে ফেলেছে কেন্দ্র। রাস্তা নির্মাণে রাজ্যের সাফল্য কাড়তেই রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ম বদল করা হয়েছে। অভিযোগ সুব্রত মুখোপাধ্যায়ের।
গ্রামীণ পাকা রাস্তা তৈরি করতে কিলোমিটার প্রতি খরচ ৬০ লক্ষ টাকা। আগে রাস্তা নির্মাণের টাকা কেন্দ্র দিলেও এখন ৫০ শতাংশ টাকা দেয় রাজ্য। প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের নামকরণ করা হয়েছে। ৫০ শতাংশ টাকা দেওয়া সত্ত্বেও কেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম থাকবে ? চাই মুখ্যমন্ত্রীর নামও। এই দাবিতে সরব সুব্রত মুখোপাধ্যায়।
এই দাবি তুলে ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷