#কলকাতা: আজ রাজ্যে পঞ্চায়েত ভোট। দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫৬%। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও, পুলিশ ও প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তৃণমূল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান,
এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। কিছু জায়গায় সামান্য গন্ডগোল হয়েছে। বিরোধীরা পরিকল্পনামাফিক গন্ডগোল করেছে। পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে।