Pakintan Flag: পাকিস্তানের পতাকা লাগিয়ে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ লিখে অশান্তির ছক! বনগাঁয় গ্রেফতার চন্দন-প্রজ্ঞজিত সনাতনী একতা মঞ্চের সদস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Pakintan Flag: বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: পাকিস্তানের পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে ওই দুই ব্যক্তির নাম, চন্দন মালাকার এবং প্রজ্ঞজিত মণ্ডল। তারা আকাইপুরেরই বাসিন্দা।
বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিল তারা। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। এরা দুজনই সনাতনী ঐক্য মঞ্চের সদস্য বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
এদিকে, পাকিস্তানের পতাকা লাগানো ঘটনায় যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ, তারা বিজেপি কর্মী বলে দাবি করলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি দাবি করেন, যে দুজন গ্রেফতার হয়েছে, তারা সক্রিয় বিজেপি কর্মী। শান্ত এলাকা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
advertisement
অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, এই পশ্চিমবঙ্গে ভারতীয় পতাকার অবমাননা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। একজন সনাতনী সে পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে দেওয়ার পরে সেখানে সবাই হাঁটছে, তাকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ অন্যায় করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 7:51 PM IST

